হাতিকে সিঁড়ি বেয়ে উঠতে দেখেছেন কখনও? গল্পে গরু গাছে ওঠে! কিন্তু বাস্তবে হাতি কিন্তু সিঁড়ি বেয়ে উঠতে পারে৷ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের এক অফিসার প্রবীণ কাসওয়ান এই ভিডিওটি ট্যুইটারে পোস্ট করেছেন৷ পোস্ট করতেই ভিডিও-টি ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তে৷
ঠিক কী দেখা যাচ্ছে ভিডিওটিতে? একটি ক্যানালে হাতিটি পড়ে গিয়েছে৷ ক্যানালের গা বেয়ে একটি অত্যন্ত সরু সিঁড়ি উঠে গিয়েছে উপরে৷ হাতিটি দিব্য ওই সিঁড়ি বেয়ে উঠছে৷ ভিডিওটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন ফেলেছে৷ হাতি যে দিব্যি সিঁড়ি বেয়ে উঠতে পারে, তা ভিডিওটি না-দেখলে মালুম হবে না৷ ঠেলায় পড়লে হয় তো...
দেখুন সেই ভিডিও...
This #elephant using a staircase. What other option he has. The last look will tell you many things !! pic.twitter.com/MC1Q8UwNGr
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) February 18, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video, Wildlife