corona virus btn
corona virus btn
Loading

ছোটখাটো পোশাক ! বাড়িতে পরার কিছুই নেই ? প্রশ্ন যুবকের, যুবতীরও উচিৎ শিক্ষা

ছোটখাটো পোশাক ! বাড়িতে পরার কিছুই নেই ? প্রশ্ন যুবকের, যুবতীরও উচিৎ শিক্ষা
সেই ভাইরাল ভিডিও ৷

যুবকের সেই বক্তব্যের ভিডিও ফেসবুকে আপলোড করলেন মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়েছে

  • Share this:

#বেঙ্গালুরু: সোশ্যাল মিডিয়া উত্তপ্ত হয়েছে এক ব্যক্তির বিতর্কিত মন্তব্যে ৷ এক ব্যক্তি মহিলাদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করে রীতিমত রোষানলে পড়েছেন ৷ তিনি বলেছেন মেয়েদের ছোটোখাটো পোশাক মোটেই পড়া উচিৎ নয় ৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে ৷ বন্ধুর সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন ৷ ঠিক সেই সময়ে এমনই বেফাঁস মন্তব্য করে ফেলেছেন ব্যক্তি ৷

সূত্রের খবর বৃহস্পতিবার রাতে বেঙ্গালুরু এএসআর লেআউট এলাকার ঘটনাটি ঘটেছে ৷ এখানেই শেষ নয় মেয়েদের সঠিক কাপড় পড়ার পরামর্শ দিয়েছেন তিনি ৷ যুবতীর বয়ফ্রেন্ড সেই ঘটনার ভিডিও করে ফেসবুকে ভাইরাল করেছেন ৷ যেই যুবতীর সঙ্গে ঘটনাটি ঘটেছে দ্য নিউজ মিনট সূত্রে জানা গিয়েছে সেই যুবতী জানিয়েছেন তিনি বাইকে করে যাচ্ছিলেন ৷ তাঁকে উদ্দেশ্য করে অশ্রাব্য কথা বলেছেন ৷ তাঁকে বলেছিলেন সেই যুবক যে বাড়িতে কাপড় নেই ?

যুবতী জিজ্ঞাসা করেছিলেন এতে তাঁর সমস্যা কোথায় ? শর্টস ও শিশার্ট পড়েছিলাম ৷ তিনি এও বলেছেন যেকোনও ধরনের পোশাক পরার সবার যেমন অধিকার আছে তাঁরও আছে ৷

First published: October 6, 2019, 7:59 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर