#নয়াদিল্লি:ভারতের মতো বিস্তৃত বিশাল দেশে ট্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া একটা দারুণ অভিজ্ঞতা। এটা শুধু বেড়ানো নয়, এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া মানে সেখানকার সংস্কৃতি আর ঐতিহ্যকে ছুঁয়ে যাওয়া। তা ছাড়া রেলগাড়ির জানালার ধারে বসে প্রকৃতির যে শোভা উপভোগ করা যায়, সেটাও একটা বাড়তি মজা বটে। ভারতীয় রেলমন্ত্রক পর্যটকদের বেড়ানোর নেশাকে আরও একটু উস্কে দিয়ে সম্প্রতি তাদের নিজস্ব ট্যুইটার (Twitter) অ্যাকাউন্টে শেয়ার করেছে এক অপূর্ব ছবি।
সেই ছবিতে দেখা যাচ্ছে যে সাপের মতো এঁকেবেঁকে একটি ট্রেন এগিয়ে যাচ্ছে সামনের দিকে আর তার দু'দিকে বিস্তৃত সবুজের ছায়া। ছবিটি তোলা হয়েছে কর্নাটক রাজ্যের হরওয়াড়া স্টেশন থেকে।
A Spectacular sight:
Train at the scenic Harwada Railway Station traversing through luxuriant green covers of Konkan. pic.twitter.com/E6UvOzV3Yo
— Ministry of Railways (@RailMinIndia) January 8, 2021
ছবিটি ট্যুইটারে দেওয়া মাত্র রীতিমতো হইচই পড়ে গিয়েছে। এটি ১২৪বার রিট্যুইট করা হয়েছে এবং মুহূর্তের মধ্যে ১৪০০ লাইক পড়েছে। অনেক নেটিজেন এই স্টেশনের প্রাকৃতিক শোভা দেখে বিস্মিত হয়ে গিয়েছেন। আবার অনেকেই এই ছবিটি দেখে মনে পড়ে গিয়েছে অন্যান্য এ রকম অনেক স্টেশনের কথা। যেখানে যেখানে স্টেশন সংলগ্ন সবুজায়ন আছে, তাঁরা এই ছবিগুলো শেয়ার করেছেন। তাই আরেকজন নেটিজেন শেয়ার করেছেন কোঙ্কণ অঞ্চলের এক অদ্ভুত সুন্দর ছবি। তার সঙ্গে তিনি এও লিখেছেন যে এই ছবি যখন এত সুন্দর, তখন স্বাভাবিক কোনও ছবি দেওয়ার কোনও অর্থ হয় না!
হরওয়াড়া স্টেশন কর্নাটক রাজ্যের করওয়ার জেলায় অবস্থিত। এটি কোঙ্কণ অঞ্চলের একগতি স্টেশন। তবে ভারতীয় রেলওয়ে পর্ষদ এই প্রথমবার ট্যুইটারে এরকম ছবি শেয়ার করেনি। কিছু দিন আগেই শ্রীনগর স্টেশনের একটি ছবি তারা শেয়ার করেছিল। যেখানে ট্রেন ও স্টেশন-সমেত সমগ্র অঞ্চল সাদা বরফে ঢাকা ছিল। আর তুষারপাত যে এত সুন্দর হয়, সেটা এই ক্লিপ দেখে আন্দাজ করা যাচ্ছে। সত্যি বলতে কী, কাশ্মীরকে যে কেন ভূস্বর্গ বলা হয় সেটা এই ভিডিও দেখার পর স্পষ্ট বোঝা যাচ্ছে। রেলওয়ে বিভাগ থেকে এটাও বলে দেওয়া হয়েছে যে রেলগাড়ি যাতে সুন্দর ভাবে এগোতে পারে তার জন্য বরফ পরিষ্কারের কাজ চলছে।