#কোয়েম্বাটোর: গ্রামের ভিতর ঘুরে বেড়াচ্ছিল এক বিশাল কিং কোবরা। এই সাপের নাম শুনলেই সকলে আতঙ্কিত হয়ে পড়ে। আর এই সাপের আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন। যে কোনও সময় ঘটতে পারত অঘটন। খবর দেওয়া হয়েছিল বন দফতরে। অবশেষে ১৫ ফুট লম্বা কিং কোবরাটিকে উদ্ধার করে বন দফতরের কর্মীরা।
তামিলনাড়ুর নরসিপুরম গ্রামের থোন্ডামুথুরে এই সাপটি উদ্ধার হয়। ফরেস্ট ডির্পাটমেন্টের অফিসাররা এসে উদ্ধার করে সাপটিকে সিরুভানি জঙ্গলে ছেড়ে দেয়। মাঝেমধ্যেই জঙ্গল থেকে অনেক পশু এই গ্রামে চলে আসে। কিন্তু কোবরার মতো বিষধর সাপ গ্রামের মধ্যে ঢুকে পড়ার ঘটনা এই প্রথম ঘটল বলে জানাচ্ছেন গ্রামবাসীরা।
Tamil Nadu: A 15-feet-long King Cobra was rescued from Narasipuram village in Thondamuthur, Coimbatore by Forest Department today. It was later released into Siruvani forest area. pic.twitter.com/dmyT2lUIRq
— ANI (@ANI) July 11, 2020
১৫ ফুট লম্বা কিং কোবরা উদ্ধারের ৪টি ছবি ট্যুইটারে শেয়ার করেছিল নিউজ এজেন্সি এএনআই। আর কিছুক্ষণের মধ্যেই সেই ছবিগুলি অনেক লাইক আর কমেন্টে পায়। এখনও পর্যন্ত ১৮০০ লাইক আর ২৪০ কমেন্ট পেয়েছে।
Cobra was rescued? Or people were rescued from Cobra?
— Dr. M. Kumar Shastry (@MarkKumar3) July 11, 2020
Too close even for comfort. pic.twitter.com/BTx1xcdQCP
— Chittaranjan (@ChittaPattnaik) July 11, 2020
Cobra was rescued from humans
— shivam (@shivam_kumarrr) July 11, 2020
What a majestic creature!!
— Santosh (@believinurslf) July 12, 2020
ভাইরাল ছবিগুলোতে দেখা যায়, সাপটিকে সরু এক সড়কের উপর ছেড়ে দেয়া হয়েছে, যার দুই পাশে রয়েছে জঙ্গল। মুক্তি পেয়ে সাপটি দ্রুতই নিজের বাসস্থান খুঁজে নিতে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে।