হোম /খবর /দেশ /
ঘাপটি মেরে লুকিয়ে ছিল ৮০ কেজির পাইথন! সামনে আসতেই যা কাণ্ডটা হল

Viral News: ঘাপটি মেরে লুকিয়ে ছিল ৮০ কেজির পাইথন! সামনে আসতেই যা কাণ্ডটা হল

পাইথন (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)

পাইথন (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)

Viral News: সাপের দেখা মিলতেই গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক

  • Share this:

কনৌজ: সুবিশাল পাইথন দেখে ঘাবড়ে গিয়েছিলেন সকলে। ঘটনা উত্তরপ্রদেশের কনৌজের। এক বিশালাকার সাপ ঢুকে পড়ে আতঙ্ক ছড়ালে গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কনৌজ জেলার গুগরাপুর এলাকায় একটি বিশালাকার অজগরের দেখা মেলে। আর সাপের দেখা মিলতেই গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক। যদিও সেই অজগরকে দেখতে মানুষের উৎসাহও কম নয়। ক্রমাগত গ্রামের ভিড় জমিয়েছেন আশপাশের বাসিন্দারা।

এত বড় সাপ এর আগে এলাকায় কেউ কখনও দেখেননি। এর পরেও ছিল চমক, এক যুবক সেই সাপ এক হাতে ধরে ফেলেন। গ্রামেরই কোনও বাসিন্দা সেই অজগর ধরার ভিডিও তৈরি করে ভাইরাল করে দেন। এত বড় অজগর এই গ্রামে আগে কখনও দেখা যায়নি। ফলে তা ক্রমশ ভাইরাল হতে শুরু করে।

 

যে কোনও মানুষই সাপ দেখলে ভয় পান। অজগর হলে তো কথাই নেই। কিন্তু ওই যুবক এক হাতে প্রায় ১৩ ফুট লম্বা এবং ৮০ কেজি ওজনের একটি অজগর ধরে রেখে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। কনৌজের গুগরাপুরে দেখা মেলা ওই বিশালাকার অজগরটিকে এক যুবক এমন ভাবে কাবু করেছে, যেন সেটি একটি ছোট্ট প্রাণী। ফলে তা হু-হু করে ভাইরাল হয়ে যায়। পরে অজগরটিকে নিরাপদে বনে ছেড়ে দেওয়া হয়। গ্রামে সাপ দেখা দিতেই চাঞ্চল্য ছড়ায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দফতরের উদ্ধারকারী দলকে। এলাকায় পৌঁছে তারাই অজগরটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেয়। গ্রামের বদলে অজগরটি বনের দিকে যেতে শুরু করে।

আরও পড়ুন, মাত্র সাড়ে ৬ ঘণ্টায় পুরী! কোন কোন স্টেশনে থামবে হাওড়া-পুরী বন্দে ভারত ট্রেন

আরও পড়ুন, তৃণমূলে থাকাকালীনই মোদির দ্বারা প্রভাবিত! বড় কথা 'ফাঁস' করলেন শুভেন্দু

স্থানীয় বাসিন্দা পঙ্কজ জানান, গুগরাপুর ব্লক অফিসের কাছে বিশাল অজগরটিকে প্রথম দেখতে পায় কয়েকজন শিশু। তারই বড়দের খবর দেয়। পরে বন বিভাগকে খবর দিলে অজগরটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Python