Home /News /national /
Viral: অবিশ্বাস্য! ঝর্ণার জল নীচে আছড়ে না পড়ে আকাশের দিকে উঠে যাচ্ছে...দেখুন ভাইরাল ভিডিও

Viral: অবিশ্বাস্য! ঝর্ণার জল নীচে আছড়ে না পড়ে আকাশের দিকে উঠে যাচ্ছে...দেখুন ভাইরাল ভিডিও

মহারাষ্ট্রের নানেঘাটে একটি জলপ্রপাতে এমন ছবিই দেখা গেল। ঝর্ণার জল নীচে আছড়ে না পড়ে উপর দিকে উঠছে

 • Share this:

  #মহারাষ্ট্র: মাধ্যাকর্ষণ শক্তির কারণে যে-কোনও বস্তুই উপর থেকে নীচের দিকে নেমে আসে! এ তো সেই ছোটবেলায় সবাই-ই স্কুলের বইয়ে পড়েছেন! এই নিয়ম মেনে, ঝর্ণার জলও পাহাড় থেকে নীচের দিকে আছড়ে পড়বে, এটাই স্বাভাবিক! নায়াগর আআহোল কী নৈনিতাল...সর্বত্রই এমন দৃশ্যই দেখা যায়! কিন্তু এবার ঘটল এক্কেবারে উলটো ঘটনা! জলপ্রপাত থেকে জল নীচের দিকে না নেমে উলটো গতিতে আবার উপর দিকে উঠতে লাগল! নাহ, কোনও অবাস্তব গল্পকথা নয়! বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে!

  মহারাষ্ট্রের নানেঘাটে একটি জলপ্রপাতে এমন ছবিই দেখা গেল। ঝর্ণার জল নীচে না আছড়ে পড়ে উপর দিকে উঠছে! ভিডিওটি এই মুহূর্তে নেটদুনিয়ায় ভাইরাল, নেটিজেনরা হতবাআক এই আজব ঝর্ণা দেখে!

  দেখুন ভিডিও--

  নানেঘাটের এই জলপ্রপাতের ভিডিওটি শেয়ার করেছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দ। জল কেন নীচের দিকে না নেমে উপর দিকে উঠছে? এর কারণও ক্যাপশনে বুঝিয়েছেন আইএফএস অফিসার। লিখেছেন, '' এরম হয় যখন হাওয়ার গতি মাধ্যাকর্ষণ শক্তির সমান ও বিপরীত হয়।''

  Published by:Rukmini Mazumder
  First published:

  Tags: Maharashtra

  পরবর্তী খবর