• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • Asian Games 2018 : সোনা জিতে ইতিহাস তৈরি ফোগট পরিবারের কন্যার

Asian Games 2018 : সোনা জিতে ইতিহাস তৈরি ফোগট পরিবারের কন্যার

 • Share this:
  #জাকার্তা : ইতিহাস তৈরি করলেন ভিনেশ ফোগট ৷ এশিয়ান গেমসে প্রথম মহিলা কুস্তিগির হিসেবে সোনা জিতলেন হরিয়ানার এই মেয়ে ৷ ৫০ কেজি ফ্রি স্টাইল বিভাগে সোনা জেতেন ভিনেশ হারালেন জাপানের ইরি উইকিকে ৷ খেলার ফল ৬-২ ৷ দঙ্গল খ্যাত গীতা ফোগট ও ববিতা -র বাবা মহাবীর ফোগট ভিনেশের জেঠা হন ৷ তিনি এদিন ফাইনালের আগে ভিনেশকে শুভেচ্ছাও জানান ৷ ঃ1 প্রথম রাউন্ডে ৪-০ জেতেন ভিনেশ ৷ দ্বিতীয় রাউন্ডে ফল হয় ২-২ ৷ তবে সেটা জাপানি প্রতিপক্ষের ম্যাচ ছিনিয়ে নেওয়ার জন্য তা যথেষ্ট ছিল না ৷ টেকনিক্যাল সুপিরিয়রিটি এবং ক্লাস পয়েন্ট দুটিতেই টেক্কা দেন ভিনেশ ৷ ররররররর
  First published: