#উজ্জয়নী: গত ৫ দিন ধরে ঘোল খাইয়ে ছেড়েছে দুই রাজ্যের পুলিশ’কে । গ্যাংস্টার বিকাশ দুবেকে ধরতে নাভিঃশ্বাস উঠে গিয়েছিল উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের পদস্থ পুলিশকর্তাদের । বৃহস্পতিবার অবশেষে মধ্যপ্রদেশের উজ্জয়নীর মহাকাল মন্দির থেকে গ্রেফতার হয় কানপুরে ৮ পুলিশকর্মী খুনের মূল পাণ্ডা বিকাশ । বুধবার বিকাশের ডান হাত অমর দুবে মারা যায় পুলিশের এনকাউন্টারে । এরপর ফরিদাবাদের একটি হোটেলের সিসিটিভি ফুটেজে বিকাশ’কে মাস্কে মুখ ঢেকে পালিয়ে যেতে দেখা যায় ।
প্রায় এক সপ্তাহ ধরে পুলিশকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর পর অবশেষে বৃহস্পতিবার সকালে ধরা পড়ে বিকাশ। কিন্তু গ্রেফতারের পরেও এতটুকু দমেনি ডন বিকাশ। উল্টে চিৎকার করে তাকে বলতে শোনা যায়, ‘ম্যায় বিকাশ দুবে কানপুরওয়ালা’। বৃহস্পতিবার বিকাশের আরও দুই ঘনিষ্ঠ সাগরেদকে গুলি করে মারে পুলিশ। তাঁদের একজনের নাম রণবীর, অন্যজন প্রভাত মিশ্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহাকাল মন্দিরের বাইরে একজন ফুল বিক্রিতার সঙ্গে মুখের মাস্ক খুলে কথা বলেছিল বিকাশ। তাকে দেখেই সন্দেহজনক মনে হয় ওই ফুল বিক্রেতার। তিনিই খবর দেন পুলিশকে। শুধু তাই নয়, মহাকাল মন্দিরের ভিআইপি লাইনে নিজের আসল নামেই নাম নথিভুক্ত করে বিকাশ । সেখান থেকেও খবর যায় পুলিশের কাছে ।
তবে সত্যিই কি বিকাশকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ? নাকি ইচ্ছা করেই আত্মসমর্পণ করেছে সে? এর পিছনে আরও গভীর কোনও অভিসন্ধি রয়েছে কিনা এখন সেটাই বোঝার চেষ্টা করছে পুলিশ । উঠছে একাধইক প্রশ্নও ।