corona virus btn
corona virus btn
Loading

সরকারি স্কুল শিক্ষিকার পাগল করা নাগিন নাচ! ভিডিও সুপার ভাইরাল হয়েই ঘটল মহাবিপদ...

সরকারি স্কুল শিক্ষিকার পাগল করা নাগিন নাচ! ভিডিও সুপার ভাইরাল হয়েই ঘটল মহাবিপদ...
  • Share this:

#জয়পুর: সরকারি স্কুল শিক্ষিকার নাগিন নাচের ভিডিও ভাইরাল! ট্রেনিং ক্যাম্প চলাকালীন অন্য শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে তাল মিলিয়ে চলল নাচ৷ হাতে উঠল সাপের ফনার স্টেপ! এভাবে ট্রেনিং ক্যাম্পের মধ্যে শিক্ষাগুরুদের নাচ ভাইরাল না হয়ে পারে৷ হলও তাই৷ শিক্ষিকা নেচেছেনও ভাল৷ সকলের দেখে বেশ মজাই লাগছিল৷ কিন্তু এসেই ঘটল মহাবিপদ!

ঘটনাটি রাজস্থানের জালোরের৷ প্রায় ১০দিন আগে এই ঘটনাটি ঘটে৷ নাচের ভিডিও রেকর্ড করা হয়েছিল৷ তারপর সেটাই সোশ্যাল মিডিয়ায় আপলোড হতে নিমেষেই ভাইরাল হয়ে পড়ে৷ টিচারদের এমন নাচ দেখে হতবাক হন কর্তৃপক্ষ৷ সঙ্গে সঙ্গে একজন শিক্ষকে বরখাস্ত করা হয়৷ বাকি দু’জনকে শোকজ নোটিশ দেওয়া হয়৷ ট্রেনিং-এর মাঝে এমন নাচ-গানের আসর বসানো কোনও পাপ কাজ নয়, তবে তা নিয়ম বহির্ভূত হলেই বিপদ, বলছে কর্তৃপক্ষ৷ কোড অব কন্ডাক্ট মেনেই কাজ করা উচিৎ ছিল উপস্থিত শিক্ষকদের, জানিয়েছে উচ্চপদস্থ আধিকারিকরা৷ কারণ তাদের মতে এর ফলে অন্যদের কাছে ভুল বার্তা পৌঁছয়৷

আরও পড়ুন জল খেতে এসেছিল হরিণ, নিমেষে গোটা ছিঁড়ে খেল মস্ত অজগর! ভিডিও সুপার ভাইরাল

অন্যদিকে শিক্ষকমহেলর মতে এমন ঘটনা কোনও ভুলই নয়৷ কারণ অবসর সময় এমন ধরণের মনোরঞ্জন একেবারেই ভুল নয়৷ যেভাবে ৩জন শিক্ষক-শিক্ষিকা এর জেরে সমস্যায় পড়লেন তা কোনওভাবে মেনে নিতে পারছেন না অধিকাংশ শিক্ষক-শিক্ষিকা৷

Published by: Pooja Basu
First published: November 28, 2019, 11:54 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर