Home /News /national /
ভৌতিক! নিশুতি রাতের অন্ধকার রাস্তায় শুধু শুধুই চলছে আরোহীবিহীণ বাইক, ভাইরাল ভিডিও

ভৌতিক! নিশুতি রাতের অন্ধকার রাস্তায় শুধু শুধুই চলছে আরোহীবিহীণ বাইক, ভাইরাল ভিডিও

Photo Courtesy- Twitter/Video Grab

Photo Courtesy- Twitter/Video Grab

‘অন্ধেরি রাতো মে, শুনশান সড়কো পর’

 • Share this:

  #নয়াদিল্লি : রাস্তায় পার্ক করে রাখা মোটর সাইকেল হঠাৎই চলতে শুরু করল৷ -এই ভিডিও দেখা গেলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগে না৷ আর লাগেওনি অম্বর জাইদি-র ৩০ সেকেন্ডের ভিডিও দেখে নেটিজেনরা বিস্মিত ও বাকরুদ্ধ৷

  জাইদির পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে দুটি বাইক একটি সরু রাস্তায় পার্ক করা ছিল৷ একটি বাড়ির সামনের রাস্তা সেটি৷ হঠাৎ করেই এই দুটি বাইকের একটি রাস্তায় চলতে শুরু করে৷ একটা টার্নিংয়ে এসে পড়ে যাওয়ার আগে অবধি বাইকটি চলছিল৷ অদ্ভুতভাবে মোটর বাইকের ধারেকাছে কোনও একজন জনমনিষ্যিও চোখে পড়ছিল না৷

  জাইদি নিজের পোস্টের ট্যাগলাইনে লিখেছেন এই দৃশ্য যদি ক্যামেরায় ধরা না পড়ত তাহলে কেউ বিশ্বাসও করত না এই ধরণের ঘটনা ঘটা সম্ভব৷

  আদিভৌতিক এই ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকেই ঝড়ের গতিতে সেটি ভাইরাল হয়েছে৷ দেখে নিন সেই অদ্ভুত ভাইরাল ভিডিওটি৷

   সর্বভারতীয় সংবাদ সংস্থা India Today জানিয়েছে ঘটনাটি গুজরাতের কাছাকাছি কোথাও ঘটেছে৷
  এটাই অবশ্য প্রথমবার নয় যখন নেটিজেনরা চালকবিহীণ গাড়ি দেখল৷ ২০২০-র অক্টোবরে সোশ্যাল মিডিয়ার লোকজন এরকম দেখেছিল গাড়ি নিজে নিজেই চলছে যার ড্রাইভিং  সিটেই কেউ বসে নেই৷ এটা Tesla-র  স্বয়ংক্রিয় গাড়ি ছিল না৷ ছিল একটি  Premier Padmini Fiat গাড়ি৷
  সেই সময়ের সেই ভিডিওতে একজন মানুষ পাশের যাত্রীর সিটে বসেছিলেন৷ গোটা গাড়িতেই  সে একজনই মানুষ ছিল৷ মিডিয়া রিপোর্টস অনুযায়ি তামিলনাড়ু -র এই ভিডিও৷

  যদিও সে সময় Times Now  বলেছিল যে প্যাসেঞ্জার সিটে বসে থাকা মানুষটিই সেলফ ড্রাইভিং কারের সিক্রেট ব্যবহার করে গাড়িটি চালাচ্ছিল৷ যেখানে সেই মানুষটিই স্টিয়ারিং হ্যান্ডেল করছিল ড্রাইভারের পাশের সিট থেকে এবং  গাড়িটিতে টু ওয়ে পেডেল সিস্টেম ছিল৷ যা ড্রাইভিং স্কুলের গাড়িগুলিতে থাকে৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Tamil Nadu, Viral Video

  পরবর্তী খবর