হোম /খবর /দেশ /
কুমিরের সঙ্গে কথোপকথন সারলেন ব্যাক্তি! উভয়ের মিষ্টি ভঙ্গিমায় মুগ্ধ নেটবাসীরা

কুমিরের সঙ্গে কথোপকথন সারলেন ব্যাক্তি! উভয়ের মিষ্টি ভঙ্গিমায় মুগ্ধ নেটদুনিয়া

কুমিরের সামনে মাথা নত করে, তাকে স্পর্শ করে মনের চারটে কথা শোনালেন এক ব্যাক্তি। কুমিরটিও কোনও ক্ষতি করেনি ওই ব্যক্তির ।

  • Last Updated :
  • Share this:

#বরোদা: কুমিরের নাম শুনলে যেখানে বুকের ভিতর ধড়াস করে ওঠে আমাদের, সেখানে তার সামনে গিয়ে তাকে আদর করার মতন দুঃসাহসী লোক বোধ হয় এই দুনিয়ায় খুব কমই রয়েছে। সেরকমই একটি ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে নেটদুনিয়ায়। কুমিরের সামনে মাথা নত করে, তাকে স্পর্শ করে মনের চারটে কথা শোনালেন এক ব্যাক্তি। তার আবভাবে একটুও মনে হবেনা যে সে ভীত। উভয়ের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একটা লোক খুব ধৈর্য্য ধরে একটি জলাশয়ের ধারে বসে রয়েছে। সামনে রোদ পোহাতে আসা ওই কুমিরটির সঙ্গে সে মন খুলে কথা বলছে, দেখে মনে হচ্ছে যেন কতদিনের পরিচিত উভয়। তবে বলতে হয়, ওই ব্যাক্তি জীবনের ঝুঁকি নিয়ে কুমিরটির সঙ্গে কথা বলছিল। অন্যদিকে এই ভিডিওতি যিনি ক্যামেরাবন্দী করছিলেন, তিনি বারবার ওই ব্যাক্তিকে সাবধান করছিলেন। কুমিরের হামলায় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেই জন্য তিনি সরে আসতে বলছিলেন ওই ব্যাক্তিকে।আপনিও দেখুন সেই ভিডিওটি---

গুজরাতের ভদোদরা শহরে পঙ্কজ নামের ওই ব্যাক্তি কুমিরের পিঠে হাত বোলাচ্ছিলেন। কুমিরটিকে নিজের মা বলে ডাকতে শোনা যায় ওই ভিডিওটিতে। তিনি আরও বলেছেন, কেউ যদি কুমিরকে ঢিল ছোড়ে বা আঘাত করার চেষ্টা করে, তা হলে নিজের প্রাণ বিপন্ন করে তিনি কুমিরটিকে রক্ষা করবেন।উল্লেখ্য, কুমিরটি কিন্তু বেশ কিছু ক্ষণ ওই ব্যাক্তির কথা শুনছিল এবং ব্যাক্তির কোনও ক্ষতি সে করেনি। এই ভিডিও সামাজিক মাধ্যমে আসার পর ভাইরাল হয়েছে। ওই ব্যাক্তির মিষ্টি আচরণে মুগ্ধ হয়েছে নেটদুনিয়া।

Published by:Somosree Das
First published:

Tags: Crocodile, Social Media, Viral