#বরোদা: কুমিরের নাম শুনলে যেখানে বুকের ভিতর ধড়াস করে ওঠে আমাদের, সেখানে তার সামনে গিয়ে তাকে আদর করার মতন দুঃসাহসী লোক বোধ হয় এই দুনিয়ায় খুব কমই রয়েছে। সেরকমই একটি ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে নেটদুনিয়ায়। কুমিরের সামনে মাথা নত করে, তাকে স্পর্শ করে মনের চারটে কথা শোনালেন এক ব্যাক্তি। তার আবভাবে একটুও মনে হবেনা যে সে ভীত। উভয়ের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
গুজরাতের ভদোদরা শহরে পঙ্কজ নামের ওই ব্যাক্তি কুমিরের পিঠে হাত বোলাচ্ছিলেন। কুমিরটিকে নিজের মা বলে ডাকতে শোনা যায় ওই ভিডিওটিতে। তিনি আরও বলেছেন, কেউ যদি কুমিরকে ঢিল ছোড়ে বা আঘাত করার চেষ্টা করে, তা হলে নিজের প্রাণ বিপন্ন করে তিনি কুমিরটিকে রক্ষা করবেন।উল্লেখ্য, কুমিরটি কিন্তু বেশ কিছু ক্ষণ ওই ব্যাক্তির কথা শুনছিল এবং ব্যাক্তির কোনও ক্ষতি সে করেনি। এই ভিডিও সামাজিক মাধ্যমে আসার পর ভাইরাল হয়েছে। ওই ব্যাক্তির মিষ্টি আচরণে মুগ্ধ হয়েছে নেটদুনিয়া।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crocodile, Social Media, Viral