#কলকাতা: যে কোনও জলপ্রপাতের রূপই বর্ষায় অন্য মাত্রায় পৌঁছয়৷ তা একদিকে যেমন ভয়ঙ্কর, তেমনই সুন্দর৷ আর বিশ্বের সেরা জলপ্রপাতগুলি নিয়ে আলোচনা করতে গেলে সবার আগে যে নামটি মাথায় আসে, সেটি হল নায়াগ্রা৷
কিন্তু গত কয়েকদিনে ভারতের একটি জলপ্রপাতের ছবিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে৷ যে জলপ্রপাতকে দেখে নায়াগ্রা বলে ভুল করতে পারেন যে কেউ৷
আরও পড়ুন: নীচে নয়, উপর দিকে উঠতে শুরু করল জলরাশি! মহারাষ্ট্রের জলপ্রপাতে বিরল দৃশ্য, দেখুন ভিডিও
কথা হচ্ছে কর্ণাটকের জগ ফলস-এর৷ সম্প্রতি নরওয়ের প্রাক্তন কূটনীতিক এরিক সোলহেইম জগ ফলস-এর একটি ভিডিও ট্যুইট করেন৷ ওই ভিডিও-র সঙ্গেই তিনি লেখেন, 'এটি নায়াগ্রা ফলস নয়...এটি হল ভারতের কর্ণাটকের শিমোগা জেলায় অবস্থিত জগ ফলস৷' রঘু নামে এক ব্যক্তি এই ভিডিওটি তুলেছেন বলে জানিেয়ছেন নরওয়ের ওই প্রাক্তন কূটনীতিক৷
This is not Niagara Falls… This is Jog Falls, located in Shimoga district of Karnataka, India🇮🇳 pic.twitter.com/1C1ohXFsCn
— Erik Solheim (@ErikSolheim) July 10, 2022
ট্যুইটারে ওই ভিডিও দেখে অনেকেই নিজেদের মুগ্ধতা প্রকাশ করেছেন৷ ইতিমধ্যেই ট্যুইটারে ভিডিওটির ভিউ ১৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে৷ বহু ট্যুইটার ব্যবহারকারীই ভিডিওটি রিট্যুইটও করেছেন৷ অনেকে আবার জগ ফলসের ছবি এই পোস্টের ক্যাপশনে দিয়েছেন৷
সম্প্রতি মহারাষ্ট্রের নানেঘাটের একটি জলপ্রপাতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ সেখানে দেখা গিয়েছিল, হাওয়ার দাপটে জলপ্রপাতের জলরাশি নীচের দিকে না পড়ে উল্টে উপরের দিকে উঠছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video