#উত্তরপ্রদেশ: এটিএম কাউন্টারের কাঁচের দরজা আটকানো, ভিতরে অবলীলায় ঘুরে বেরাচ্ছে ইয়া বড় একটা সাপ... কাউন্টারের ইতি-উতি খানিক ঘোরার পর সাপটা এটিএম-এর মেশিনের গা বেয়ে উঠতে থাকে, তারপর সোজা ঢুকে যায় এটিএম মেশিনের ভিতর। তার মানে ভেবে দেখুন, আস্ত একটা সাপ, তাও দৈর্ঘ্যে বেশ লম্বা, ঢুকে গেল এটিএম মেশিনের ভিতর! চোখের সামনে যাঁরা এই দৃশ্য দেখেলেন, তাঁদের আত্মারাম খাঁচাছাড়া দশা! ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের গোবিন্দপুরী এলাকার। গত বুধবার একটি বেসরকারি ব্যাংকের এটিএম কাউন্টারে ঢুকে পড়ে বেশ লম্বা একটি সাপ। টাকা তুলতে এসে বাইরে থেকেই সাপটিকে দেখে কাউন্টারের কাঁচের দরজার বাইরেই দাঁড়িয়ে পড়েন লোকজন। দেখেন, সাপটি কাউন্টারের চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। এরপর এগিয়ে যায় এটিএম মেশিনের দিকে, গা বেয়ে উঠতে শুরু করে! তারপর এটিএমের উপর দিকে থাকা একটি ফুটোর মধ্যে দিয়ে ধীরে ধীরে গোটা শরীরকে প্রবেশ করায়, শেষ পর্যন্ত আস্ত সাপটাই ঢুকে যায় মেশিনের ভিতর! টাকা তুলতে আসা লোকজন গোটা ঘটনার ভিডিও শুট করেন। নেট দুনিয়ায় শেয়ার হতেই হুলুস্থুল পড়ে গিয়েছে!
Be careful when you are at the ATM! There could be a Snake around
PS: Initially felt that this could be normal but the last few seconds gave me chills. #WhatsappFwd pic.twitter.com/o40Erm9Chx — Amit Bhawani (@amitbhawani) May 9, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Snake viral video