corona virus btn
corona virus btn
Loading

লকডাউনে ব্যাটিং ঝড়, একরত্তি ছেলের ড্রাইভ ফিরিয়ে আনছে শেওয়াগের স্মৃতি, ভিডিও ভাইরাল

লকডাউনে ব্যাটিং ঝড়, একরত্তি ছেলের ড্রাইভ ফিরিয়ে আনছে শেওয়াগের স্মৃতি, ভিডিও ভাইরাল
এই সেই খুদে শেওয়াগ

আগ্রাসী মনোভাবের জন্যে শুরু হয়েছে শেওয়াগের সঙ্গে তুলনাও। গুরসন সিং নিজেও ক্যাপশানে লিখেছেন, নতুন শেওয়াগকে পেতে চলেছে দেশ।

  • Share this:

লকডাইউনে ঘরবন্দি। নেই পার্কে যাওয়ার সুযোগ।বন্ধুদের সঙ্গে হইহল্লা করার সব রাস্তাও বন্ধ। তবে এইসব প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়িটাকেই মাঠ বানিয়ে ফেলেছে সে। আর একের পর এক কভারড্রাইভ স্ট্রেট ড্রাইভে সে মাত করছে সে। নেটদুনিয়া আপাতত মজে আছে এই খুদে ব্যাটসম্যানকে নিয়েই।

বুধবার সকালে গুরসন সিং নামের এক নেটিজেন একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়,, আনুমানিক ছয়/সাত বছর বয়সি এক খুদে নিজের ড্রয়িং রুমটাকে ব্যাটিং পিচ বানিয়ে ফেলেছে। অন্য পাশ থেকে ধেয়ে আসা বল উড়িয়ে দিচ্ছে সে অবলীলায়। কোনও বলে কভার ড্রাইভ, কোনওটা আবার ফ্লিক। শট নির্বাচনে তাঁর নৈপুণ্য অবাক করে দিয়েছে নেটিজেনজদের সঙ্গে।

আগ্রাসী মনোভাবের জন্যে শুরু হয়েছে শেওয়াগের সঙ্গে তুলনাও। গুরসন সিং নিজেও ক্যাপশানে লিখেছেন, নতুন শেওয়াগকে পেতে চলেছে দেশ। একজন আবার টিপ্পনী কেটে লিখেছেন, ওর ফুটওয়ার্ক শেওয়াগের থেকেও ঢের ভাল।

First published: April 8, 2020, 3:57 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर