• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • করোনা আক্রান্ত উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু

করোনা আক্রান্ত উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু

বেঙ্কাইয়া নাইডুর রিপোর্ট পজিটিভ এলেও তাঁর স্ত্রী উষা নাইডুর করোনা রিপোর্টে নেগেটিভ ৷

বেঙ্কাইয়া নাইডুর রিপোর্ট পজিটিভ এলেও তাঁর স্ত্রী উষা নাইডুর করোনা রিপোর্টে নেগেটিভ ৷

বেঙ্কাইয়া নাইডুর রিপোর্ট পজিটিভ এলেও তাঁর স্ত্রী উষা নাইডুর করোনা রিপোর্টে নেগেটিভ ৷

 • Share this:

  #নয়াদিল্লি: ফের কেন্দ্রের শীর্ষ স্তরে থাবা কোভিড 19-এর ৷ এবার করোনায় আক্রান্ত উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ৷ ট্যুইট করে নিজেই জানিয়েছে তার টেস্ট রিপোর্ট কোভিড পজিটিভ ৷

  বেঙ্কাইয়া নাইডু ট্যুইটে লিখেছেন, রুটিন করোনা টেস্ট করতে গিয়েই তাঁর কোভিড আক্রান্ত হওয়ার কথা জানা গিয়েছে ৷ তার অফিসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, রিপোর্টে করোনা আক্রান্ত এলেও তার শরীরে কোনও উপসর্গ নেই এবং স্বাস্থ্যও যথেষ্ট ভাল আছে ৷ তবে চিকিৎসকদের পরামর্শে তিনি আপাতত হোম কোয়ারেন্টাইনে আছেন ৷

  বেঙ্কাইয়া নাইডুর রিপোর্ট পজিটিভ এলেও তাঁর স্ত্রী উষা নাইডুর করোনা রিপোর্টে নেগেটিভ ৷ তাই তিনি আপাতত সেল্ফ আইসোলেশনে রয়েছেন ৷

  মঙ্গলবারই ভারতের করোনা আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ছাড়িয়ে গিয়েছে ৷ শেষ ২৪ ঘণ্টায় নতুন করে গোটা দেশে ৭০,৫৮৯ মানুষের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে ৷ মৃত্যু হয়েছে ৭৭৬ দনের ৷ দেশে এই মুহূর্তের করোনা পরিসংখ্যান ৬১,৪৫,২৯২ জন ৷ এর মধ্যে ৯,৪৭,৫৭৬ টি অ্যাক্টিভ কেস রয়েছে ৷ সেরে উঠেছেন ৫১,০১,৩৯৮ জন ৷

  Published by:Elina Datta
  First published: