#নদিয়া: বৃষ্টিতে ক্ষতির মুখে ফুল ও সবজি চাষ, আর্থিক ক্ষতির আশঙ্কায় দিন গুনছেন কৃষকরা, নদীয়া রানাঘাট 2 নম্বর ব্লকের কৃষকরা সমস্যার মুখে*
কয়েকদিনের বৃষ্টিতে ফুল চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। রজনীগন্ধা, গাঁদা, গোলাপ ফুল সহ বিভিন্ন ফুল গাছের জমিতে জমেছে জল। একই সঙ্গে পেয়ারা চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে জল জমে প্রচুর পেয়ারা গাছ মারা যাচ্ছে। দুশ্চিন্তায় পড়েছেন নদিয়ার রানাঘাট ২ নম্বর ব্লকের নোকাড়ি অঞ্চলের কৃষকেরা। তাদের করুণ আর্তি, লকডাউনের ফলে এমনিতেই ফুল চাষ সহ ফসল ও সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। একইসঙ্গে আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ফসল।
মরার ওপর খাঁড়ার ঘায়ের মত বৃষ্টির জলে ব্যাপক পরিমাণে ফুল চাষে ও পেয়ারা চাষে ক্ষতি সাধিত হওয়ায়, দুশ্চিন্তায় পড়েছেন নদিয়ার রানাঘাট দুই নম্বর ব্লকের নোকাড়ি অঞ্চলের কৃষকেরা। তারা জানান, সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে চাষাবাদ করে রীতিমতো চাষের ক্ষতির ফলে,ঋণ পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে। সরকারের তরফ থেকে যদি কোন সহযোগীতা মেলে তাহলে কিছুটা হলে সমাধান মিলবে।Ranjit Sarkar
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।