#বেনারস: ৭৪তম স্বাধীনতা দিবসে রোবো হেলমেট বানিয়ে তাক লাগাল বেনারসের কন্যা। সীমান্তে দিন রাত জেগে যুদ্ধ করা সৈনিকদের জন্য সুরক্ষা কবচ তৈরি করল এই মেয়ে। এই হেলমেট যুদ্ধ ক্ষেত্রে রক্ষা করবে সৈনিকদের। রেডিও সিগন্যালে কাজ করবে রোবো হেলমেট। বেনারসের অশোকা ইনস্টিটিউটের টেকনলজি অ্যান্ড ম্যানেজমেন্টের ছাত্রী অঞ্জলি শ্রীবাস্তব। সেই এই অভিনব আবিষ্কারটি করেছে।
অঞ্জলি জানিয়েছে, "এই হেলমেট যুদ্ধক্ষেত্রে নানা ভাবে সাহায্য করবে সৈনিকদের। এই হেলমেট থেকে যে রেডিও সিগন্যাল বেরোবে তা সতর্ক করবে সৈনিককে। যদি কেউ পিছন থেকেও আঘাত বা গুলি করতে চায় সঙ্গে সঙ্গে জানান দেবে এই হেলমেট। ওয়ারলেস টিগারের সাহায্যে এই হেলমেট নিজে থেকেই শত্রুদের তাক করে ফায়ার করতে সক্ষম। কেউ যদি অনেকটা দূর থেকেও সৈনিকদের গুলি বা কোনও বোমা ছোড়ে তাও বুঝে যাবে এই হেলমেট। এবং জানান দিয়ে সতর্ক করবে। সেই সঙ্গে প্রাথমিক যুদ্ধের প্রস্তুতি নেবে।" ৫০ মিটারের মধ্যে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে নজর রাখতে সক্ষম এই হেলমেট। এবং এই হেলমেট সোলারে চার্জ হবে। এই মেয়ের আবিষ্কারে সকলেই বেশ গর্বিত বোধ করছেন। তাঁর পরিবারের লোকেরাও গর্ব বোধ করছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Robo helmet, Varanasi