হোম /খবর /দেশ /
পশ্চিমবঙ্গ থেকে সিকিম যাওয়ার মজা আরও বেশি! বন্দেভারত নিয়ে আসছে খুশির খবর

Vande Bharat Express: পশ্চিমবঙ্গ থেকে সিকিম যাওয়ার মজা আরও বেশি! বন্দেভারত নিয়ে আসছে খুশির খবর

বন্দেভারত নিয়ে আসছে খুশির খবর

বন্দেভারত নিয়ে আসছে খুশির খবর

Vande Bharat Express: কাজের অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি, রেলমন্ত্রী দ্রুত কাজ সম্পূর্ণ করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন।

  • Share this:

কলকাতা: রেল, যোগাযোগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি বিভাগের মাননীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম সফর করেছেন। এই সফরের সময় মাননীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে সিকিমকে সংযুক্ত করতে সেবক-রংপোর মধ্যে রেলওয়ে সংযোগী প্রকল্পের ব্রিজ, টানেল ও স্টেশন ইয়ার্ড পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।

কাজের অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি, রেলমন্ত্রী দ্রুত কাজ সম্পূর্ণ করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথাবার্তায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছে। উত্তর পূর্বাঞ্চলে বহু সংযোগী প্রকল্প রয়েছে এবং সবগুলি কাজের অগ্রগতিও ভাল। পূর্বে, উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ২০১৪ পর্যন্ত ভারতীয় রেলের জন্য বার্ষিক গড় বরাদ্দ করা হত প্রায় ২০০০ কোটি টাকা।

বর্তমানে সাম্প্রতিক ঘোষিত বাজেটে পাঁচগুণ বেশি বৃদ্ধি করে বার্ষিক ১০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান রেলমন্ত্রী। মন্ত্রী আরও ঘোষণা করেন যে ২০২৪-এর ডিসেম্বর মাসের মধ্যে সিকিমের রংপো পৌঁছবে দ্রুতগামী বন্দে ভারত এক্সপ্রেস। তিনি বলেন, সেবক ও রংপোর মধ্যে রেল সংযোগের কাজ খুব যত্ন সহকারে পরিচালনা করা হচ্ছে। কারণ সেখানকার হিমালয়ান অঞ্চলের কঠিন ভূ-খণ্ডের মধ্যে একাধিক ব্রিজ ও টানেলের কাজ চলছে, তবে কাজের অগ্রগতিও খুব ভাল।

ভারতীয় রেলওয়ে সেবক-রংপো রেল সংযোগী প্রকল্পকে প্রথমে গ্যাংটক নিয়ে যাবে এবং এরপর ভারত-চীন সীমান্তবর্তী নাথুলা পর্যন্ত সম্প্রসারণ করা হবে বলে মন্তব্য করেন তিনি। কারণ ভবিষ্যতের সংযোগ ব্যবস্থার ক্ষেত্রে এই প্রকল্পটির কৌশলগত গুরুত্ব থাকার পাশাপাশি প্রতিরক্ষার চাহিদা পূরণেও মুখ্য ভূমিকা পালন করবে এই প্রকল্প। তাই উন্নত যোগাযোগ ও দেশের সুরক্ষা আরও শক্তিশালী করতে রেলওয়ে এই কাজ করবে।

এই সেবক (পশ্চিমবঙ্গ)- রংপো (সিকিম) সংযোগী নতুন রেল প্রকল্পটি হল ভারতের অন্যতম নির্মীয়মাণ জাতীয় প্রকল্প। এই প্রকল্পটি সম্পূর্ণ হয়ে গেল প্রথমবারের জন্য সিকিম রেলওয়ের মাধ্যমে সংযুক্ত হবে। প্রকল্পটির কাজ দ্রুত সম্পূর্ণ করার লক্ষ্যে বর্তমানে টানেল, ব্রিজ ও স্টেশন ইয়ার্ড নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে।

আরও পড়ুন,  গোটা রাজ্যে কেবল একটি রেল স্টেশন, এখানেই শেষ হয়ে যায় রেল লাইন

আরও পড়ুন,  বিলাসবহুল ট্রেনে উত্তর পূর্ব ভারত ভ্রমণ! শুরু নতুন পরিষেবা, খরচ কত? জানালো রেল

রেলওয়ে, যোগাযোগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি বিভাগের মন্ত্রী ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস (লন্ডন)-এর দ্বারা বিশ্বের প্রথম অর্গানিক রাজ্য হিসেবে ঘোষিত সিকিমকে স্বীকৃতি দেওয়ার আনন্দ উদযাপনের একটি অনুষ্ঠানে সিকিমের জন্য ডাক বিভাগের ‘গো গ্রিন, গো অর্গানিক’-এর স্পেশাল কভার প্রকাশও করেন। এই স্পেশাল কভারের মাধ্যমে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচারে ডাক বিভাগ সহায়কের ভূমিকা পালন করছে। এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী ভাইব্রেন্ট ভিলেজ উদ্যোগের অংশ হিসেবে লাচুং গ্রামের বাসিন্দাদের সঙ্গেও আলোচনা করেন।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Vande Bharat, Vande Bharat Express