রাজস্থান: ট্রেন-লাইনের ধারে দাঁড়িয়ে মূত্রত্যাগ করছিলেন ব্যক্তি, আচমকাই ঘাড়ের উপর এসে পড়ল এক গরু। গরুটিকে ধাক্কা মেরেছে বন্দে ভারত ট্রেন। ঘটনায় ব্যক্তির মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ারে, বুধবার। মৃতের নাম শিবদয়াল শর্মা। প্রাক্তন রেলকর্মী শিবদয়াল ২৩ বছর আগে রেলে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। মৃতের পরিবার জানায়, বুধবার সকাল সাড়ে আট-টা নাগাদ আলওয়ারের আরাবলি বিহার পুলিশ স্টেশনের অন্তর্গত কালি মোর গেট-এর কাছে একটি গরুকে সজোরে ধাক্কা মারে তীব্র গতীতে ছুটে আসা বন্দে ভারত ট্রেন। ট্রেনের ধাক্কায় গরুটি দু'টুকরো হয়ে যায় এবং শরীরের একটি অংশ উড়ে গিয়ে পড়ে ৩০ মিটার দূরে শিবদয়ালের উপর। সেইসময় তিনি রেললাইনের ধারে দাঁড়িয়ে মূত্রত্যাগ করছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবদয়ালের। বুধবার সকালে শিবদয়ালের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Vande Bharat