• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • প্রেমে প্রাণনাশ: জেনে নিন কোন রাজ্য সবথেকে এগিয়ে আত্মহত্যায় !

প্রেমে প্রাণনাশ: জেনে নিন কোন রাজ্য সবথেকে এগিয়ে আত্মহত্যায় !

লায়লা-মজনু থেকে রোমিও-জুলিয়েট ৷ প্রেম দিবসে প্রেমিকের উদাহরণ টানতে এই নামগুলোই বার বার সামনে চলে আসে ৷

লায়লা-মজনু থেকে রোমিও-জুলিয়েট ৷ প্রেম দিবসে প্রেমিকের উদাহরণ টানতে এই নামগুলোই বার বার সামনে চলে আসে ৷

লায়লা-মজনু থেকে রোমিও-জুলিয়েট ৷ প্রেম দিবসে প্রেমিকের উদাহরণ টানতে এই নামগুলোই বার বার সামনে চলে আসে ৷

 • Share this:

  #নয়াদিল্লি: লায়লা-মজনু থেকে রোমিও-জুলিয়েট ৷ প্রেম দিবসে প্রেমিকের উদাহরণ টানতে এই নামগুলোই বার বার সামনে চলে আসে ৷ তবে শুধুই উদাহরণে নয় ৷ অনেকেই নিজের জীবন দিয়ে প্রমাণ দেন তাঁর ভালোবাসার কথা ৷ কোথাও আবার, প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে আঘাত পেয়ে, জীবনকেই শেষ করে ফেলে অনেক ৷ তথ্য বলছে, এ ব্যাপারে এগিয়ে ১৮ থেকে ২৫ বছরের কিশোর-কিশোরিই ৷ আর দেশের রাজ্যগুলোর দিকে তাকালে, জানা যায়, উত্তরপ্রদেশেই প্রেম আঘাত পেয়ে আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি ৷

  রাষ্ট্রীয় অপরাধ রেকর্ড ব্যুরোর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রেমে আঘাত পেয়ে আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে ৷ ২০১৫ সালে প্রেম সম্পর্কের কারণে ৩৮৩ জন আত্মহত্যা করেছে ৷ এর পরেই রয়েছে তামিলনাড়ু ৷ তামিলনাড়ুতে ২০১৫ সালে প্রেম সম্পর্কে জড়িয়ে ১৭৫ জন মানুষ আত্মহত্যা করেছেন ৷

  উত্তরপ্রদেশ, তামিলনাড়ির পর তৃতীয়স্থানে রয়েছে বিহার ৷ প্রেমের সম্পর্কে জড়িয়ে ২০১৫ সালে এই রাজ্যে আত্মহত্যার সংখ্যা ১৪০ জন ৷ বিহারের পরেই রয়েছে গুজরাট ৷ ২০১৫ সালে প্রেমের সম্পর্কে জড়িয়ে ১২০ জন মানুষ আত্মহত্যা করেছেন ৷ তারপরেই রয়েছে মধ্যপ্রদেশ ৷ ২০১৫ সালে এখানে আত্মহত্যার সংখ্যা ১০৯ ৷

  First published: