হোম /খবর /দেশ /
উত্তরাখণ্ডে হতে পারে আরও ভয়ঙ্কর বন্যা! চাঞ্চল্যকর ভিডিও ভূতত্ববিদের

উত্তরাখণ্ডে হতে পারে আরও ভয়ঙ্কর বন্যা! চাঞ্চল্যকর ভিডিও ভূতত্ববিদের

Uttarakhand may cause more floods says Geologist spots lake formation at Rishi Ganga disaster zone

Uttarakhand may cause more floods says Geologist spots lake formation at Rishi Ganga disaster zone

গত রবিবার ভয়ঙ্কর বিপর্যয়ের বিভীষিকা এখনও কাটিয়ে উঠতে পারেনি উত্তরাখণ্ড৷ এই আবহাওয়াতেই আসন্ন বিপদের অশনি সঙ্কেত শোনালেন গাড়ওয়াল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ববিদ ডাক্তার নরেশ রানা৷

  • Last Updated :
  • Share this:

#দেহরাদুন: গত রবিবার ভয়ঙ্কর বিপর্যয়ের বিভীষিকা এখনও কাটিয়ে উঠতে পারেনি উত্তরাখণ্ড৷ চামোলি জেলায় তপোবন-রানি অঞ্চলে হিমবাহ বিস্ফোরণে ব্যাপক বন্যা হয় ধৌলি গঙ্গা ও অলকানন্দা নদীতে৷ পার্শ্ববর্তী গ্রাম থেকে শুরু করে ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্প ধুয়ে যায়৷

আট বছর আগের কেদারনাথের স্মৃতি ফিরেছে উত্তরাখণ্ডে৷ এই আবহাওয়াতেই আসন্ন বিপদের অশনি সঙ্কেত শোনালেন গাড়ওয়াল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ববিদ ডাক্তার নরেশ রানা৷ তিনি সাফ বলছেন, আরও একাধিক বন্যা অপেক্ষা করে আছে উত্তরাখণ্ডে৷

বন্যাবিধ্বস্ত এলাকা পরিদর্শন করে ঘটনাস্থলে দাঁড়িয়েই একটি ভিডিও পোস্ট করেন ডাক্তার রানা৷ সেই ভিডিও ট্যুইট করেছেন সাংবাদিক কবিতা উপাধ্যায়৷ ভূতত্ববিদের চাঞ্চল্যকর ভিডিও আঁতকে ওঠার মতোই৷ তিনি বলছেন, তুষারধসে চামোলির ঋষি গঙ্গায় ব্লকেজ দেখা যাচ্ছে৷ যা যে কোনও মুহূর্তে ভেঙে আরও বন্যার পরিস্থিতি তৈরি করতে পারে৷ এই এলাকায় চলতি উদ্ধারকার্যেও এর প্রভাব পড়তে পারে৷ রানার আবেদন কর্তৃপক্ষ যেন এই হৃদের প্রকৃত দৈর্ঘ্যের ওপর একটা সার্ভে করে অবিলম্বে৷

উত্তরাখণ্ডে হিমবাহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬-এ এবং ২০৪ জন এখনও নিখোঁজ৷ উদ্ধার হওয়া দেহগুলির মধ্যে ১০ জনকে সনাক্ত করা গিয়েছে, ২৪জনের এখনও পরিচয় পাওয়া যায়নি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভালা এদিন বৈঠকে বসেন৷ তিনি এনটিপিসি জলবিদ্যুৎ প্রকল্পে কেন্দ্রীয় সংস্থা এবং উত্তরাখণ্ড সরকারি সংস্থার মিলিত প্রয়াসে উদ্ধার ও ত্রাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করেন৷

Published by:Subhapam Saha
First published:

Tags: Uttarakhand