#দেহরাদুন: গত রবিবার ভয়ঙ্কর বিপর্যয়ের বিভীষিকা এখনও কাটিয়ে উঠতে পারেনি উত্তরাখণ্ড৷ চামোলি জেলায় তপোবন-রানি অঞ্চলে হিমবাহ বিস্ফোরণে ব্যাপক বন্যা হয় ধৌলি গঙ্গা ও অলকানন্দা নদীতে৷ পার্শ্ববর্তী গ্রাম থেকে শুরু করে ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্প ধুয়ে যায়৷
আট বছর আগের কেদারনাথের স্মৃতি ফিরেছে উত্তরাখণ্ডে৷ এই আবহাওয়াতেই আসন্ন বিপদের অশনি সঙ্কেত শোনালেন গাড়ওয়াল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ববিদ ডাক্তার নরেশ রানা৷ তিনি সাফ বলছেন, আরও একাধিক বন্যা অপেক্ষা করে আছে উত্তরাখণ্ডে৷
বন্যাবিধ্বস্ত এলাকা পরিদর্শন করে ঘটনাস্থলে দাঁড়িয়েই একটি ভিডিও পোস্ট করেন ডাক্তার রানা৷ সেই ভিডিও ট্যুইট করেছেন সাংবাদিক কবিতা উপাধ্যায়৷ ভূতত্ববিদের চাঞ্চল্যকর ভিডিও আঁতকে ওঠার মতোই৷ তিনি বলছেন, তুষারধসে চামোলির ঋষি গঙ্গায় ব্লকেজ দেখা যাচ্ছে৷ যা যে কোনও মুহূর্তে ভেঙে আরও বন্যার পরিস্থিতি তৈরি করতে পারে৷ এই এলাকায় চলতি উদ্ধারকার্যেও এর প্রভাব পড়তে পারে৷ রানার আবেদন কর্তৃপক্ষ যেন এই হৃদের প্রকৃত দৈর্ঘ্যের ওপর একটা সার্ভে করে অবিলম্বে৷
Breaking, #UttarakhandDisaster: Garhwal University geologist Dr Naresh Rana has spotted a lake formation on the Rishi Ganga. Could be dangerous for downstream areas. Relief efforts could be impacted. See video. pic.twitter.com/PVHbp13xDf
— Kavita (@Upadhyay_Cavita) February 11, 2021
উত্তরাখণ্ডে হিমবাহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬-এ এবং ২০৪ জন এখনও নিখোঁজ৷ উদ্ধার হওয়া দেহগুলির মধ্যে ১০ জনকে সনাক্ত করা গিয়েছে, ২৪জনের এখনও পরিচয় পাওয়া যায়নি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভালা এদিন বৈঠকে বসেন৷ তিনি এনটিপিসি জলবিদ্যুৎ প্রকল্পে কেন্দ্রীয় সংস্থা এবং উত্তরাখণ্ড সরকারি সংস্থার মিলিত প্রয়াসে উদ্ধার ও ত্রাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Uttarakhand