#দেহরাদুন: উত্তরাখণ্ডের ধস পরিস্থিতি খুবই গুরতর৷ পরিস্থিতির ওপর নজর রাখছেন স্বয়ং প্রধানমন্ত্রী৷ ট্যুইটে তিনি জানিয়েছে যে, এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক৷ গোটা দেশ উত্তরাখণ্ডের পাশে রয়েছে এবং সাধারণ মানুষের সুরক্ষার জন্য প্রার্থনা করছে৷ উচ্চপদস্থ আধিকারিকে সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন প্রধানমন্ত্রী৷ এবং তিনি বিপর্যয় মোকাবিলা বাহিনীর থেকে উদ্ধারকাজের বিষয় সর্বশেষ তথ্যও নিচ্ছেন৷ এই বিষয় উল্লেখ করে ট্যুইট করেন নরেন্দ্র মোদি৷
উত্তরাখণ্ডে ভয়াবহ তুষার ধসে প্রায় ১৫০ জন নিখোঁজ৷ অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ উদ্ধারকাজে নামতে চলেছে সেনা৷ চামোলি হিমবাহে ফাটল, এবং ধস৷ ধুলিগঙ্গায় এই ধস নেমেছে চামোলির জেলার রেনি গ্রামে৷ ফলে ধুলিগঙ্গার দু’পাশে গ্রাম খালি করে ফেলার নির্দেশ দিয়েছেন জেলাশাসক৷ চামোলি জেলায় এই দুর্যোগ, জেলা আধিকারিক, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে তৎপরতার সঙ্গে কাজ করতে উদ্যত হয়েছে৷ সবরকম ব্যবস্থা করছে সরকার এবং কোনও গুজবে কান দেবেন না৷ সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন উত্তরাখাণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত৷Am constantly monitoring the unfortunate situation in Uttarakhand. India stands with Uttarakhand and the nation prays for everyone’s safety there. Have been continuously speaking to senior authorities and getting updates on NDRF deployment, rescue work and relief operations.
— Narendra Modi (@narendramodi) February 7, 2021
যোশিমঠের কাছে হিমবাহে ফাটল ধরা পড়ে৷ ধসের জন্য ধুলিগঙ্গার বাঁধে ভাঙন ধরে৷ এই দুর্যোগের ফলে বেশ কয়েক জনের ভেসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ ধুলিগঙ্গার দু’পাশে গ্রাম খালির নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই৷ ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ উদ্ধার কাজে নেমে পড়েছে ITBP৷