হোম /খবর /দেশ /
উত্তরাখণ্ডে সঙ্কট, ইস্তফা তীর্থ সিং রাওয়াতের, নতুন মুখ্যমন্ত্রীর খোঁজে বিজেপি

Uttarakhand Crisis: উত্তরাখণ্ডে আবার সঙ্কট, ইস্তফা তীর্থ সিং রাওয়াতের, ফের নতুন মুখ্যমন্ত্রীর খোঁজে বিজেপি

তীর্থ সিং রাওয়াত৷

তীর্থ সিং রাওয়াত৷

ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে সরিয়ে কয়েক মাস আগেই তীর্থ সিং রাওয়াতকে উত্তরাখণ্ডের (Uttarakhand Crisis) মুখ্যমন্ত্রী করা হয়৷

  • Last Updated :
  • Share this:

#দেহরাদুন: মুখ্যমন্ত্রীর পদ নিয়ে ফের সঙ্কট উত্তরাখণ্ডে৷ সূত্রের খবর, ইতিমধ্যেই পদত্যাগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াত৷ বিজেপি সভাপতি জে পি নাড্ডার কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি৷ ফলে উত্তরাখণ্ডের দায়িত্বে আবার নতুন কাউকে আনতে হবে বিজেপি-কে৷

ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে সরিয়ে কয়েক মাস আগেই তীর্থ সিং রাওয়াতকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী করা হয়৷ যদিও তীর্থ সিং রাওয়াত রাজ্যের বিধায়ক নন৷ তিনি পাওরি কেন্দ্রের সাংসদ৷ নিয়ম মতো ছ' মাসের মধ্যে রাওয়াতকে কোনও কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে আসতে হত৷ রাজ্যের দু'টি আসন খালিও রয়েছে৷ কিন্তু উত্তরাখণ্ডে আগামী বছরের শুরুতেই ভোট৷ ফলে কয়েক মাসের জন্য নির্বাচন কমিশন উপনির্বাচন করাবে না বলেই মনে করা হচ্ছে৷ পাশাপাশি করোনা অতিমারির মধ্যে একের পর এক রাজ্যে নির্বাচনের জন্য এমনিতেই আদালতের রোষে পড়তে হয়েছে নির্বাচন কমিশনে৷ এই পরিস্থিতিতে মেয়াদ ফুরিয়ে আসা উত্তরাখণ্ড বিধানসভার জন্য নির্বাচন কমিশন উপনির্বাচনের পথে হাঁটবে না, সেটাই ধরে নেওয়া হচ্ছে৷ কারণ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সাধারণত মেয়াদ ফুরিয়ে আসা বিধানসভাগুলির ক্ষেত্রে উপনির্বাচন করা হয় না৷

জানা গিয়েছে আগামিকাল, শনিবার সকালেই দেহরাদুনে রাজ্যপাল বেবি রানি মৌর্যের সঙ্গে দেখা করবেন তীর্থ সিং রাওয়াত৷ শনিবার দুপুর তিনটের সময় বিজেপি-র বিধায়ক দলেরও বৈঠকে বসার কথা৷ সম্ভবত, সেই বৈঠকেই নতুন মুখ্যমন্ত্রীকে বেছে নেওয়া হবে৷

বুধবারই তীর্থ সিং রাওয়াতকে দিল্লিতে জরুরি তলব করা হয়৷ তার পরই তাঁকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা জোরালো হয়৷ দিল্লিতে গিয়ে জে পি নাড্ডা, অমিত শাহদের সঙ্গে দেখা করেন রাওয়াত৷ বৃহস্পিবার দেহরাদুনে ফেরার কথা থাকলেও অবশ্য তিনি ফেরেননি৷ জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের পর রাওয়াত বলেন, উপনির্বাচন করানোর সিদ্ধান্ত রপুরোপুরি নির্বাচন কমিশনের উপরে নির্ভর করছে৷ কমিশন যে সিদ্ধান্ত নেবে, দল তা মেনে চলবে৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: BJP, Uttarakhand