#গোরখপুর: গোরখপুরের বিআরডি হাসপাতালে ট্র্যাজেডিতে মুখ পুড়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের। উত্তরপ্রদেশের গোরখপুরের বিআরডি মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬৩টি শিশুর মৃত্যু বহু প্রশ্ন তুলে দিয়েছে। ওই ট্র্যাজেডি অক্সিজেনের অভাবেই ঘটেছে বলে অভিযোগ উঠছে বারবার। সেই সময় শিশু বিভাগের দায়িত্বে থাকা কাফিল খান অন্যান্য হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করেন ৷ কিন্তু শিশুমৃত্যুকাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছে ৷
বিআরডি হাসপাতাল থেকেই অক্সিজেন সিলিন্ডার চুরি করে নিজের প্রাইভেট ব্যবসা চালাচ্ছিলেন কাফিল খান ৷ এই অভিযোগ শনিবার তাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ এসটিএফ ৷
শিশুমৃত্যুর ঘটনার কয়েকদিনের মধ্যেই কাফিল খানকে সরিয়ে দেওয়া হল হাসপাতাল থেকে ৷ শুক্রবার কাফল-সহ সাতজনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত ৷ বিআরডি মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ রাজীব মিশ্র, তাঁর স্ত্রী পূর্ণিমা মিশ্র ও কাফিলকে হাসপাতালে ভর্তি ৬৮ জনের মৃত্যুর জন্য দায়ী করেছে আদালত। গ্রেফতার করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে রাজীব মিশ্র ও পূর্ণিমাকে ৷
এছাড়াও অ্যানাস্থেসিস্ট চিকিৎসক সতীশ, ফার্মাসিস্ট গজানন জয়সওয়াল, অ্যাকাউন্ট্যান্ট সুধীর পান্ডে, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক সঞ্জয় ত্রিপাঠী ও হাসপাতালে অক্সিজেন সরবরাহের দায়িত্বে থাকা উদয়প্রতাপ সিংহ ও মণীশ ভাণ্ডারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ৷