হোম /খবর /দেশ /
লখিমপুরে কৃষক হত্যা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

Lakhimpur Kheri Violence: লখিমপুরে কৃষক হত্যা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

লখিমপুরের ঘটনার পর ভাইরাল হওয়া ভিডিও-র দৃশ্য৷

লখিমপুরের ঘটনার পর ভাইরাল হওয়া ভিডিও-র দৃশ্য৷

  • Last Updated :
  • Share this:

#লখনউ: লখিমপুুরে কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনা আসলে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র ছিল (Lakhimpur Violence)৷ এমনই মনে করছে উত্তর প্রদেশ সরকােরর গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট৷ লখিমপুরের এই ঘটনায় মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের (Ajay Mishra) ছেলে আশিস মিশ্র (Ashish Mishra)৷ ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ তদন্তকারীদের দাবি, খুনের উদ্দেশ্যেই এই ষড়যন্ত্র করা হয়েছিল৷ গত ৩ অক্টোবর লখিমপুর কাণ্ডে সবমিলিয়ে আট জনের মৃত্যু হয়েছিল৷

তদন্তকারীদের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, আশিসের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো সহ যে যে ধারায় মামলা করা হয়েছে, তাতে সংশোধন প্রয়োজন৷ কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং ইচ্ছাকৃত ভাবে আঘাত করার মতো ধারাও যোগ করা উচিত বলে মামলার বিচারককে চিঠি দিয়ে জানিয়েছেন তদন্তকারীরা৷

আরও পড়ুন: ঘড়িতে রাত ১.১৩, বারাণসী স্টেশনে হঠাৎ হাজির নরেন্দ্র মোদি

আশিস মিশ্র সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে অবশ্য ইতিমধ্যেই খুন এবং ষড়যন্ত্রের ধারায় মামলা করা হয়েছে৷

উত্তর প্রদেশ নির্বাচনের আগে লখিমপুর কাণ্ড নিয়ে তদন্তে কঠোর কোনওরকম গাফিলতি দেখাতে চায় না যোগী সরকার৷ ফলে তদন্তকারীদের এই দাবিতে আরও সমস্যায় পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র এবং তাঁর জেলবন্দি ছেলে আশিস৷ বিরোধীরা দাবি করা সত্ত্বেও অবশ্য অজয় মিশ্রকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরানো হয়নি৷ এ দিনই জেলে গিয়ে ছেলে আশিসের সঙ্গে দেখা করেন অজয় মিশ্র৷

আরও পড়ুন: শ্রীনগরে পুলিশ বাসে জঙ্গি হামলা, নিহত ২! আহত বহু

গত ৩ অক্টোবর লখিমপুরে আশিস মিশ্রের গাড়ির চাকায় পিষ্ট হয়ে চার জন কৃষক এবং একজন সাংবাদিকের মৃত্যু হয়েছিল৷ গাড়ি চাপার ঘটনার পর ঘটনার পর হিংসা ছড়িয়ে পড়লে সংঘর্ষে দুই িবজেপি কর্মী সহ আরও তিনজনের মৃত্যু হয়৷ ঘটনার কয়েকদিন পর আশিস মিশ্রের গাড়ি কীভাবে কৃষকদের ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, সেই ভিডিও প্রকাশ্যে আসে৷

এই ঘটনায় দু'টি এফআইআর দায়ের হয়েছিল৷ তার মধ্যে একটি দায়ের করেন মৃত কৃষকদের পরিবারের সদস্যরা৷ সেই এফআইআর-এ মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল আশিস মিশ্রকেই৷ অজ্ঞাতপরিচয় কৃষকদের বিরুদ্ধে অন্য একটি এফআইআর দায়ের রেন সুমিত জয়সওয়াল নামে এক বিজেপি কর্মী৷ যদিও পরে ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যায়, আশিস মিশ্রের ঘাতক গাড়ি থেকেই দৌড়ে পালাচ্ছেন সুমিত৷ পরবর্তী সময়ে অন্যতম অভিযুক্ত হিসেবে আশিস মিশ্রের সঙ্গে সুমিতকেও গ্রেফতার করা হয়৷

লখিমপুর কাণ্ডের তদন্তে সুপ্রিম কোর্টেও কড়া প্রশ্নের মুখে পড়তে হয় উত্তর প্রদেশ সরকারকে৷ গত মাসেই দ্রুত মামলার তদন্ত শেষ করার জন্য সিট-কে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত৷ উত্তর প্রদেশের সরকারের বিশেষ তদন্তকারী দলে তিন আইপিএস অফিসারকে যুক্ত করারও নির্দেশ দেয় শীর্ষ আদালত৷ যাঁরা উত্তর প্রদেশ ক্যাডারের অফিসার হলেও উত্তর প্রদেশের মানুষ নন৷ কারণ স্থানীয় পুলিশ অফিসাররা তদন্তের দায়িত্বে থাকলে তদন্ত কতটা নিরপেক্ষ হবে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল৷

Published by:Debamoy Ghosh
First published: