হোম /খবর /দেশ /
মোদি বা যোগীর বিরুদ্ধে স্লোগান দিলে জ্যান্ত পুঁতে দেব, হুমকি মন্ত্রীর

মোদি বা যোগীর বিরুদ্ধে স্লোগান দিলে জ্যান্ত পুঁতে দেব, হুমকি উত্তরপ্রদেশের মন্ত্রীর

মন্ত্রী রঘুরাজ সিং

মন্ত্রী রঘুরাজ সিং

আলিগড়ে একটি র‌্যালিতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা প্রসঙ্গে এই মন্তব্য করেন ওই মন্ত্রী৷

  • Last Updated :
  • Share this:

#লখনৌ: যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে স্লোগান দেবে, তাদের জ্যান্ত পুঁতে দেওয়া হবে৷ এমনই হুমকি দিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং৷ আলিগড়ে একটি র‌্যালিতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা প্রসঙ্গে এই মন্তব্য করেন ওই মন্ত্রী৷

মন্ত্রীর কথায়, 'আপনি যদি প্রধানমন্ত্রী মোদি ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে স্লোগান তোলেন, আমি জ্যান্ত পুঁতে দেব৷' আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে সরব৷ সেই প্রসঙ্গেই প্রতিবাদী ছাত্র-ছাত্রীদের এমনই হুমকি দিলেন মন্ত্রী৷

এখানেই থামেননি মন্ত্রী৷ তাঁর আরও বক্তব্য, '১ শতাংশ মানুষ সিএএ-র বিরোধিতা করছে৷ তারা ভারতে থাকে, আমাদের করের টাকায় খাচ্ছে, তারপর রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মুর্দাবাদ স্লোগান চলছে৷এই দেশ সব ধর্মের দেশ, কিন্তু মোদিজি বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান মেনে নেব না৷'

এরপর প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রসঙ্গে টেনে বলেন, 'নেহরুর জাত কিছু ছিল? ওর কোনও খানদান ছিল না৷' রঘুরাজ সিং হলেন উত্তরপ্রদেশের শ্রমমন্ত্রী৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Bury Alive, Raghuraj Singh, Uttar Pradesh Minister