• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ছোবল মেরেছে, তাই জীবন্ত সাপের মাথা কামড়ে চিবিয়ে ফেললেন কৃষক

ছোবল মেরেছে, তাই জীবন্ত সাপের মাথা কামড়ে চিবিয়ে ফেললেন কৃষক

Photo Courtesy: ANI

Photo Courtesy: ANI

প্রতিশোধ নিতে সাপের মাথা কামড়ে চিবিয়ে ফেললেন উত্তরপ্রদেশের কৃষক সোনেলাল ৷

 • Share this:

  #লখনউ: প্রতিশোধ নিতে সাপের মাথা কামড়ে চিবিয়ে ফেললেন উত্তরপ্রদেশের কৃষক সোনেলাল ৷ এরকমও যে হয় তা হয়তো কেউ ভাবতেউ পারেনি ৷ সাপ কামড়ানোর ঘটনাত তো ঘটেই থাকে ৷ কিন্তু সাপ কামড়েছে এই সন্দেহে রাগে প্রতিশধ নিতে জীবন্ত সাপের মাথা কামড়ে নিল কৃষক ৷

  ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে ৷ অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে সোনেলালকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷ চিকিৎসকেরা জানিয়েছেন যে তার শরীরে সাপের কামড়ের কোনও চিহ্ন ছিল না ৷ তবে সাপকে কামড়ে চিবিয়ে ফেলার পরও বেঁচে রয়েছে ওি ব্যক্তি দেখে হতবাক হয়ে যান চিকিৎসকেরা ৷

  জানা গিয়েছে, শনিবার মোঘাগঞ্জ কমিউনিটি হেলফ কেয়ার সেন্টারের টোল ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবার নম্বর ১০৮ নম্বরে একটি ফোন আসে ৷ শুক্লাপুর ভাগার গ্রামে অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ করা হয় ৷ এরপর হাসপাতালে তার জ্ঞান ফিরলে তিনি জানান, যে ক্ষেতে ফসল কাটার সময় একটি সাপ তাকে কামড়ায় ৷ আর সেই রাগেই জীবন্ত সাপের মাথা কামড়ে ছিঁড়ে নিয়ে তা চিবিয়ে ফেলেন সোনেলাল। তারপর জ্ঞান হারিয়ে ফেলে তিনি ৷

  কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন সাপে কামড়ানোর কোনও চিহ্ন মেলেনি সোনেলালের শরীরে ৷ তবে সাপের মাথা কামড়ে তা চিবিয়ে ফেলায় তার শরীরে বিষ প্রবেশ করে। সেই কারণেই জ্ঞান হারান সোনেলাল।

  First published: