• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • দাদুর কীর্তি, নাতিদের শেখালেন A ফর অ্যালকোহল, B ফর বিড়ি

দাদুর কীর্তি, নাতিদের শেখালেন A ফর অ্যালকোহল, B ফর বিড়ি

 • Share this:

  #লখনউ: দেখুন দেখি দাদু কী কীর্তি নাই করল ৷ যেখানে নাতিদের শেখানো দরকার ফুল-ফল, পশু-পাখির নাম ৷ সেখানে দাদু দিলেন একেবারে অন্যরকম পাঠ ৷ নাতিদের শেখালেন নতুন ABCD ৷ দাদুর পাঠে এ হয়ে গেল অ্যালকোহল, বি হয়ে গেল বিড়ি ৷ ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আলিগড়ের বাহাদুরপুরে ৷

  সোশ্যাল মিডিয়া সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে, এক দাদু খাটের ওপর বসে দুই নাতিকে শেখাচ্ছেন এবিসিডি ৷ যেখানে তিনি বলছেন এ ফর অ্যাপেল, বি ফর বিড়ি ৷

  তবে শুধু এবিসিডি-র পাঠ নয়, নাতিদের হাতে তুলে দিলেন মদের গ্লাস ৷ নাতিদের খেয়েও নিতে বললেন সেটি ৷ ঘটনার ভিডিও ভাইরাল হতেই ওই বৃদ্ধ ও যুবকের কাণ্ড নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা। পুলিশের কাছে অভিযোগও দায়ের হয়েছে ৷

  First published: