Home /News /national /

বিজেপির চমক, উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

বিজেপির চমক, উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ ৷

 • Share this:

  #লখনউ: সমস্ত কৌতুহল জল্পনার অবসান ঘটিয়ে যোগী আদিত্যনাথের নাম ঘোষণা করল বিজেপি সংসদীয় বোর্ড ৷ লখনউয়ের মসনদে যোগী আদিত্যনাথ ৷ উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ ৷ গোরখপুরের বিজেপি সাংসদ যোগী, আসল নাম অজয় সিং ৷

  গত এক সপ্তাহ ধরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর তখতে কে বসবে সেই নিয়ে চলছিল জল্পনা ৷ শুক্রবার অবধি রাজনৈতিক মহলের আনাচে কানাচে কান পাতলে শোনা যাচ্ছিল টেলিকম মন্ত্রকের মন্ত্রী মনোজ সিংয়ের নাম ৷ কিন্তু শেষ ল্যাপের আগেই সরে যান মনোজ ৷

  শনিবার মুখ্যমন্ত্রী নাম বাছতে সংসদীয় বোর্ডের বৈঠক বসার আগে জল্পনা বাড়িয়ে সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-র ডাকে দিল্লি উড়ে যান যোগী আদিত্যনাথ ৷ গোরখপুরের বিজেপি সাংসদ যোগীর পক্ষেই মত দেন অধিকাংশ বিধায়ক ৷ সন্ধ্যার মুখে এই খবর ঘোষিত হতেই লোকভবনের বাইরে স্লোগান ও জয়োচ্ছাসে ভেসে যান যোগী অনুগামীরা ৷

  উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পদে এবার থাকবেন দু’জন ৷ উপ-মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে কেশব মৌর্য ও দীনেশ শর্মার নাম ৷

  রবিবার লখনউতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন যোগী আদিত্যনাথ ৷

  First published:

  Tags: BJP, Uttarpradesh Assembly Election 2017, Uttarpradesh Chief Minister, Yogi Adityanath

  পরবর্তী খবর