#নয়াদিল্লি: দেশের সমস্ত নাগরিকের জন্য আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট৷ ব্যাঙ্ক থেকে গ্যাসের কানেকশন, সমস্ত ক্ষেত্রে আধার কার্ড থাকা বাধ্যতামূলক৷ সরকারি যোজনায় সুবিধা পাওয়ার ক্ষেত্রেও আধার নম্বর থাকা জরুরি৷ এর জন্যেই আধার কার্ডে সমস্ত তথ্য সঠিক রয়েছে কিনা তা দেখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কিন্তু অনেক সময়ই দেখা গিয়েছে আধার কার্ড আপনার সম্বন্ধে দেওয়া তথ্য ভুল এসেছে৷ তবে চিন্তার কোনও কারণ নেই৷ আধার আপডেট করা এখন বেশ সহজ ৷ শুধু তাই নয়, এরকম বেশ কয়েকটি বিষয় আপনি আপডেট করতে পারেন যার জন্য ডকুমেন্টের দরকার পড়বে না৷ দেখে নিন ডকুমেন্ট ছাড়া আধারে কী কী তথ্য আপডেট করতে পারবেন ৷
আপনার ফটোগ্রাফ, বায়োমেট্রিক, লিঙ্গ, মোবাইল নম্বর, ই-মেল আইডি আপডেট করার হলে কোনও রকমের ডকুমেন্ট লাগবে না৷ এর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আধারের কপি নিয়ে নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হবে৷ এরপর আপনি যা আপডেট করাতে চান সেটি করে দেওয়া হবে৷ UIDAI এর তরফে সম্প্রতি ট্যুইটে জানানো হয়েছে এই বিষয়ে জানানো হয়েছে৷
#AadhaarUpdateChecklisNo document required for update of Photograph, Biometrics, Gender, Mobile Number and Email ID in your Aadhaar. Just take your Aadhaar and visit any nearby Aadhaar Kendra. Book appointment from: https://t.co/QFcNEqehlP pic.twitter.com/0XMtVFNSgE
— Aadhaar (@UIDAI) August 21, 2020
UIDAI এর তরফে জারি করা ১২ ডিজিটের ইউনিক নম্বর ভ্যালিড আইডি প্রুফের পাশাপাশি সরকারি যোজনার সুবিধার লাভ নেওয়ার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট৷ তবে আধারের নিজের নাম, ঠিকানা ও জন্মতারিখ আপডেট করানোর হলে ভ্যালিড ডকুমেন্ট জমা দেওয়া বাধ্যতামূলক৷ এছাড়া আধার আপডেট করা সম্ভব নয় ৷