কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এল ‘এজেন্ট’ যোগ। ইডি সূত্রে দাবি, এই ‘এজেন্ট’ মারফত চাকরি প্রার্থীদের মধ্যে যোগাযোগ রাখা হত। তাপস মণ্ডলকে জিজ্ঞাসবাদ পর্বে ‘এজেন্ট’ সম্পর্কে তথ্য মিলেছে বলে দাবি ইডির। সূত্রের দাবি, তাপস ইডি আধিকারিকদের জানিয়েছেন তার পরিচিত চাকরি প্রার্থীরা চাকরি পাওয়ার আসাতে কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিলেন, সেই সকল চাকরি প্রার্থীদের সঙ্গে কুন্তলের যোগাযোগের সেতুবন্ধন ছিল ‘এজেন্ট’। কী কাজ তাদের? ইডি সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে কুন্তল চাকরিপ্রার্থীদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য কয়েকজনকে কাজে রেখেছিলেন, যারা কুন্তল ঘোষের ‘এজেন্ট’ হয়ে কাজ করতেন।
ইতিমধ্যে বেশ কয়েকজন এজেন্টের নাম পাওয়া গিয়েছে। তার তালিকা প্রস্তুত করে শুরু হয়েছে খোঁজ। আগামিদিনে তাদের তলব করা হবে বলে ইডি সূত্রে দাবি।
তদন্তকারী সংস্থা মনে করছে, তাদের হাতে ধৃত কুন্তলের এজেন্ট মারফত আর্থিক লেনদেনের বিষয় হয়ে থাকতে পারে। এজেন্টরা চাকরি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রেখে টাকা এনে কুন্তল বা অন্য কারও কাছে পৌঁছে দেওয়ার কাজ করে থাকতে পারেন। তাই কুন্তলকে জেরার পাশাপাশি এজেন্ট হিসেবে উঠে আসা নামের ব্যক্তিদের তলব করে বয়ান রেকর্ড করতে চাইছে ইডি।
প্রসঙ্গত অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারের পর তিনি ইডি আধিকারিকদের জানিয়েছিলেন তার ফ্ল্যাটে বিভিন্ন সময় বিভিন্ন যুবক এসে কখনও খাম, কখনও ব্যাগ দিয়ে যেতেন। তাহলে কি ওই যুবকরা কারও এজেন্ট হিসেবে কাজ করতেন, ভাবাচ্ছে ইডি কর্তাদের ।এর আগে একাধিক সুপারিশকারী ও মধ্যস্থতাকারীর নাম উঠে এসেছে। যারা বিভিন্ন চাকরি প্রার্থীর হয়ে তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সুপারিশ করেছিলেন। এমন এক সুপারিশকারী নীলাদ্রি ঘোষ, যিনি হুগলি জেলার কয়েকজন চাকরিপ্রার্থীর হয়ে তাপস মণ্ডলকে সুপারিশ করেছিলেন। পরে তাপস তার সহযোগী গোপাল দলপতির সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন নীলাদ্রিকে। এই গোপাল এখন ইডির নজরে। তার খোঁজ শুরু করেছে ইডি। তলব করা হবে নীলাদ্রিকেও দাবি ইডির।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Enforcement Directorate