#উত্তরপ্রদেশ: বিয়ের নেমন্তন্নে গিয়ে গণধর্ষণের শিকার ২৩ বছরের তরুণী। নক্কারজনক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, মুজাফ্ফরনগরের দুধলি গ্রামের বাসিন্দা, ২৩ বছরের ওই তরুণীকে বিয়েবাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ৬ যুবক। তরুণীর পরিবারের সদস্যদের পুলিশের কাছে দায়ের করা অভিযোগ অনুযায়ী, রবিবার তরুণী একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। সেখানে ৬জন যুবক মোটরবাইকে চেপে উপস্থিত হয়। তারাই জোর করে তুলে নিয়ে যায় তরুণীকে। তারাই তাঁকে ধর্ষণ করে।
পুলিশ জানিয়েছেন, অভিযুক্তরা তরুণীকে হুমকি দেয়, যাতে তিনি এই ঘটনা নিয়ে মুখ না খোলেন। থানায় এফআইআর দায়ের হয়েছে। শুরু হয়েছে পুলিশি তদন্ত।