#রামপুর: গোটা বিশ্বে করোনা ত্রাস! দেশে মৃতের সংখ্যা ২৯, ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় গোটা দেশে লকডাউন জারি করেছে কেন্দ্র। বাড়িতে গৃহবন্দি মানুষের যে কোনওরকম সাহায্য প্রদানের জন্য অন্যান্য রাজ্যের মতোই উত্তরপ্রদেশ সরকারও একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। আর সেখানেই ফোন করে আজব আবদার জানালেন এক ব্যক্তি! ফোন করে চেয়ে বসলন সিঙাড়া !
উত্তরপ্রেদেশের রামপুর জেলার বাসিন্দা হেল্পলাইন নম্বরে ফোন করে বলেন, তাঁর বাড়িতে গরম গরম সিঙাড়া দিতে আসতে। একাধিকবার ফোন করে বিরক্ত করে বিরক্ত করতে থাকেন। স্বাভাবিকভাবেই রেগে যান পরিষেবার দায়িত্বে থাকা কর্মীরা। খবর যায় রামপুর জেলাশাসকের কাছে। এরপরই সেই ব্যক্তিকে উচিত শিক্ষা দেন জেলাশাসক। প্রথমে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয় সিঙাড়া, তারপরই তাঁকে এলাকার নর্দমা পরিষ্কারের নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। মশকরার মাশুল গুণে, এলাকার নর্দমা পরিষ্কার করতে বাধ্য হন ব্যক্তি!
দেখুন সেই ভিডিও--4 समोसा भिजवा दो... चेतावनी के बाद आखिर भिजवाना ही पड़ा। अनावश्यक मांग कर कंट्रोल रूम को परेशान करने वाले व्यक्ति से सामाजिक कार्य के तहत् नाली सफाई का कार्य कराया गया। pic.twitter.com/88aFRxZpt2
— DM Rampur (@DeoRampur) March 29, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।