#গোন্দা: লকডাউনের ফলে অনেকেই প্রিয়জনকে ছেড়ে অনেক দূরে কোথাও আটকে রয়েছেন। অনেকদিন দেখা হওয়ার কোনও প্রশ্নই আসে না। কিন্তু সেই একাকীত্বই একটা মানুষকে যে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, তা বোধহয় কেউ ভাবেননি। কিন্তু ঘটনা যে ঘটল তেমনই।
উত্তর প্রদেশের গোন্দা এলাকার এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, রাধা কুন্দ এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় বুধবার। ৩২ বছরের ওই ব্যক্তির নাম রাকেশ সোনি। পুলিশ তদন্ত করতেই জানতে পারে, ওই ব্যক্তির স্ত্রীয় কয়েকদিন আগেই বাপের বাড়ি গিয়েছিলেন। তারপর লকডাউন শুরু হয়ে যাওয়ায় আর ফিরতে পারেননি। তাই দু’জনেই আলাদা দুই বাড়িতে আটকে পড়েন। আর তাতেই নাকে মানসিক অবসাদে চলে গিয়েছিলেন রাকেশ। আর সেই জন্যই আত্মহত্যা।
করোনা আতঙ্কে ছোঁয়াচ বাঁচাতে সরকারি লকডাউন ঘোষিত হওয়ার পর থেকেই ছোট থেকে বড় অনেকের মধ্যেই মানসিক অবসাদের প্রকোপ শুরু হয়েছে। চিকিৎসকরা বারবার বলছেন, তাও মানসিক অবসাদ এড়ানোর রাস্তা খুঁজে পাচ্ছে না মানুষ। একদিকে সার দিয়ে মৃত্যুর খবর রোজই চিন্তা বাড়াচ্ছে। তার মধ্যে একাকীত্বে ঘিরে ধরছে মানুষকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, Lockdown