#নয়াদিল্লি: যোগী মন্ত্রিসভার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে সরে দাঁড়ালেন মন্ত্রী। পদত্যাগ করলেন উত্তরপ্রদেশের জল শক্তি বিষয়ক মন্ত্রী দীনেশ খাতিক। বুধবার তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলকে। তিনি অভিযোগ করেছেন, তাঁকে মন্ত্রিসভায় প্রাপ্য সম্মান দেওয়া হয় না। তিনি দলিত বলেই তাঁকে এমন বৈষম্যের মুখে পড়তে হয়। তিনি পদত্যাগপত্রে লিখেছেন, একাধিক মন্ত্রিসভার বৈঠকের খবর তাঁর কাছে পৌঁছয় না, খবর পৌঁছানোর কোনও চেষ্টাই করে না প্রশাসন। তিনি এই ধরনের ব্যবহার মেনে নিতে পারছেন না।
আরও পড়ুন- আদালতে জয় বিজেপির! ২১ জুলাই শহিদ দিবসের দিনই শুভেন্দু অধিকারীর সভার অনুমতি!
তিনি আরও অভিযোগ করেছেন, তাঁকে তাঁর দফতরে কোনও কাজই দেওয়া হয় না। কেউ তাঁর কোনও নির্দেশের তোয়াক্কা করে না, এমনকী দফতরের কোনও খবরও তাঁর কাছে পৌঁছয় না। তাঁকে শুধু মাত্র একটি গাড়ি দেওয়া হয়েছে, কারণ তিনি একজন মন্ত্রী, ব্যাস। তাঁর আরও বিস্ফোরক অভিযোগ, তাঁর দফতরে অনেক বেআইনি বদলি হয়েছে, যেগুলির বড় কোনও দুর্নীতির অংশ। সেগুলি নিয়ে তিনি যখন খোঁজ খবর করতে গিয়েছে, তখন তাঁকে কোনও উত্তর দেওয়া হয়নি। তাঁর অভিযোগ, তাঁর দফতরের যে সচিব রয়েছেন, তিনি তাঁর কোনও কথাই শোনেন না, ফোনে কথা বলার আগেই রেখে দেন। এমনকী 'নমামি গঙ্গে' প্রকল্পে একাধিক বেআইনি কাণ্ডকারখানার কথাও তিনি তাঁর অভিযোগে জানিয়েছেন।
আরও পড়ুন:প্রেমে প্রত্যাখ্যাত হয়ে চরম পথ বেছে নিলেন যুবক! বনগাঁর ঘটনায় চাঞ্চল্য
সম্প্রতি উত্তরপ্রদেশ মন্ত্রিসভার পিডাব্লুডি দফতরের একাধিক শীর্ষ আধিকারিকদের সরিয়ে দিয়েছে সে রাজ্যের সরকার। তাঁদের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ রয়েছে বলে সরকার জানিয়েছে। এমনকী সেই দফতরের মন্ত্রী জিতিন প্রসাদের সচিবকেও বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Uttar Pradesh