#লখনউ: বাংলা কিংবা ইংরেজিই শুধু নয় ! এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার সিলেবাসে যোগ হচ্ছে আরও এক নয়া বিষয় ৷ যোগা ৷
আগামী শিক্ষাবর্ষ থেকে উত্তরপ্রদেশের মাধ্যমিক শিক্ষা পরিষদে যোগা বিষয়টিকে বাধ্যতামূলক করতে চলেছে যোগী সরকার ৷ আর সেই নয়া পাঠ্যক্রম তৈরির জন্য মাধ্যমিক শিক্ষা পরিষদ সাহায্য নিতে পারে রামদেবেরও ৷ সম্প্রতি এলাহাবাদে মাধ্যমিক বোর্ডের সিলেবাস নিয়ে বৈঠক হয় ৷ সেই বৈঠকেই এই নয়া সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার ৷
উত্তরপ্রদেশের মাধ্যমিক শিক্ষা পরিষদের সভাপতি অমরনাথ বর্মার কথায়, শারিরীক শিক্ষার পাঠ্যক্রমেই যোগ বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ তবে, এতদিন অবধি মাধ্যমিক পরীক্ষায় মাত্র ৫ নম্বর বরাদ্দ ছিল ৷ কিন্তু এবার থেকে যোগায় মাধ্যমিক পরীক্ষার্থীদের ২০ নম্বরের পরীক্ষা দিতে হবে ৷
যোগী সরকার ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষাক্ষেত্রে একাধিক রদবদল হয়েছে ৷ যোগা বিষয়টিকে বাধ্য়তামূলক করা ছাড়াও স্কুলে পড়ুয়া ভর্তির ক্ষেত্রেও সমগ্রটাই হতে চলেছে অনলাইনে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Patanjali Yoga peeth, Ramdev, UP Board, Yoga