#নয়াদিল্লি: ডাক্তার মানেই খারাপ হাতের লেখা, বোধগম্য নয়- এই নিয়ে নানা মজা, নানা কৌতুক। তবে যোগীর রাজ্যে কিন্তু এই খারাপ হাতের লেখা কেবলমাত্র হাসিঠাট্টায় সীমাবদ্ধ নেই ।উত্তরপ্রদেশে প্রেসক্রিপশনে খারাপ হাতের লেখাও এবার হতে চলেছে আইনের নজরবন্দী । সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট খারাপ হাতের লেখার জন্য বেশ কয়েকজন চিকিৎসককে ৫,০০০ টাকার জরিমানাও করেছে ।
উন্নাও, সিতাপুর ও গোন্দা সদর হাসপাতাল থেকে বেশ কয়েকটি প্রেসক্রিপশন সংগ্রহ করা হয়েছিল যেখানে অসুস্থ ব্যক্তিদের অভিযোগ ছিল যে প্রেসক্রিপশনগুলি পড়ার যোগ্য নয় । এরপরই নির্দিষ্ট চিকিৎসকদের ডেকে পাঠানো হয় আদালতে ও জরিমানা করা হয়। যদিও চিকিৎসকদের দাবি ছিল অত্যাধিক কাজের চাপে আলাদা করে হাতের লেখার দিকে নজর দেওয়া সম্ভব নয় ।
আরও পড়ুন: সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট, সাত রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠালো ভারত
স্বাস্থ-সচিব ও স্বাস্থ্য দফতরের ডিরেক্টর জেনারেলকেও এই বিষয়ে নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট । ওই নির্দেশিকায় বলা হয়েছে দুর্বোধ্য হাতের লেখা পড়তে সাধারণ মানুষের যদি অসুবিধাই হয় তাহলে সেই প্রেসক্রিপশনের কোনও যথার্থতাই থাকে না ।
আরও পড়ুন: ডলারের তুলনায় টাকার দাম ৭৩.৭৭ টাকা, জেনে নিন এতে কী কী হতে পারে
প্রসঙ্গত, ২০১২ সালেও উত্তরপ্রদেশের স্বাস্থ্য দফতরের ডিরেক্টের জেনারেল এই বিষয়ে একটি সার্কুলার জারি করেছিলেন যেখানে পরিস্কার ও বোধগম্য ভাবে রিপোর্ট লেখার নির্দেশ দেওয়া হয়েছে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Doctor's handwriting, Fine, Shabby handwriting, Uttar Pradesh