corona virus btn
corona virus btn
Loading

ভিড় করে এসেছে শয়ে শয়ে অভুক্ত হনুমান, নিজে হাতে করে খাওয়াচ্ছেন পুলিশকর্মী

ভিড় করে এসেছে শয়ে শয়ে অভুক্ত হনুমান, নিজে হাতে করে খাওয়াচ্ছেন পুলিশকর্মী
  • Share this:

#লখিমপুর খেরি: লকডাউনে পেটে তালা পড়েছে হনুমানদেরও । খাবার জুটছে না তাদেরও । অন্য সময় মানুষজন বাইরে থাকে । তাঁদের দেওয়া বা ফেলে দেওয়া খাবার খেয়েই দিন গুজরান হয় তাদের । অথচ লকডাউনে মানুষজন ঘর থেকে বেরচ্ছেন না । ফলে তাদেরও পেটে পড়েছে তালা। এমনাবস্থায় হনুমানদের খাওয়ানোর দায়িত্বও নিজের কাঁধে তুলে নিলেন পুলিশকর্মীরা। উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে ঘটেছে এমনই ঘটনা। মেইনগলগঞ্জের পুলিশ আধিকারিক নিজেই এলাকার অভুক্ত হনুমানদের খাওয়াোর ব্যবস্থা করেছেন । ২৪ মার্চ দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এই ব্যবস্থা ছাড়া আর কোনও উপায় নেই । প্রাথমিকভাবে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হলেও পরে তা ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

First published: April 17, 2020, 10:13 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर