হোম /খবর /দেশ /
৪৮ সেকেন্ডে ৮বার পাকিস্তানের নাম, দিল্লির জনসভায় রেকর্ড যোগীর

৪৮ সেকেন্ডে ৮বার পাকিস্তানের নাম, দিল্লির জনসভায় রেকর্ড যোগীর

সভায় জয় শ্রীরাম ধ্বনির মাঝে তিনি বললেন যে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের সুরে সুর মিলিয়ে কথা বলছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দিল্লি নির্বাচনের আগে বিজেপির একটি সভায় ভাষণ দিতে গিয়ে ৪৮ সেকেন্ডে ৮ বার পাকিস্তানের নাম করলেন যোগী আদিত্যনাথ৷ সভায় জয় শ্রীরাম ধ্বনির মাঝে তিনি বললেন যে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের সুরে সুর মিলিয়ে কথা বলছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ ইমরানের মতো কেজরিওয়ালও ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে সরব হয়েছেন৷ দিল্লি নির্বাচনের আগে আবার সেই কেজরিওয়ালের হয়েই কথা বলছেন পাকিস্তানের মন্ত্রীরা,দাবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর৷ কিছুদিন আগে পাকমন্ত্রী ফাওয়াদ চৌধুরি ট্যুইট করে বলেন যে দিল্লির নির্বাচনে মোদিকে নিয়ে পাগলামো শেষ হোক৷ কাশ্মীর বা নাগরিকত্ব আইন ছাড়াও ভারতে যে সব নীতি আনছেন মোদি, তা সমর্থন করে না পাকিস্তান৷ ট্যুইটের মাধ্যমে সেটাই জানিয়ে দেন তিনি৷

আরও পড়ুন বাজেটে স্বস্তি না শঙ্কা? এলআইসির বা কী ভবিষ্যত? কী বলছে আমজনতা? দেখুন

এছাড়াও দিল্লির শাহিনবাগের প্রতিবাদ নিয়েও সরব হন যোগী৷ তিনি দাবি করেন যে এভাবে লাগাতার শাহিনবাগে প্রতিবাদ চলছে তাতে দিল্লির ট্রাফিকে সমস্যা হচ্ছে, নাজেহাল হচ্ছেন দিল্লিবাসী৷ এতে দিল্লির মানুষ কেজরিওয়ালের ওপর ভরসা হারাচ্ছেন এবং নিজের সমর্থনের জন্য পাক মদত নিতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীকে৷ এমনই অভিযোগ যোগী আদিত্যনাথের৷ যোগীর আরও অভিযোগ যে শাহিনবাগের বিক্ষোভকারীদের রোজ বিরিয়ানি খাওয়াচ্ছেন কেরজি, তাই তো তার হয়েই কথা বলছেন প্রতিবাদীরা৷ যারা জেএনইউ এবং জামিয়াতে দেশবিরোধী স্লোগান তুলেছিলেন তাদেরও বাঁচাচ্ছেন কেজরি, অভিযোগ যোগীর৷

Published by:Pooja Basu
First published:

Tags: Yogi Adityanath