#নয়াদিল্লি: দিল্লি নির্বাচনের আগে বিজেপির একটি সভায় ভাষণ দিতে গিয়ে ৪৮ সেকেন্ডে ৮ বার পাকিস্তানের নাম করলেন যোগী আদিত্যনাথ৷ সভায় জয় শ্রীরাম ধ্বনির মাঝে তিনি বললেন যে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের সুরে সুর মিলিয়ে কথা বলছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ ইমরানের মতো কেজরিওয়ালও ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে সরব হয়েছেন৷ দিল্লি নির্বাচনের আগে আবার সেই কেজরিওয়ালের হয়েই কথা বলছেন পাকিস্তানের মন্ত্রীরা,দাবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর৷ কিছুদিন আগে পাকমন্ত্রী ফাওয়াদ চৌধুরি ট্যুইট করে বলেন যে দিল্লির নির্বাচনে মোদিকে নিয়ে পাগলামো শেষ হোক৷ কাশ্মীর বা নাগরিকত্ব আইন ছাড়াও ভারতে যে সব নীতি আনছেন মোদি, তা সমর্থন করে না পাকিস্তান৷ ট্যুইটের মাধ্যমে সেটাই জানিয়ে দেন তিনি৷
আরও পড়ুন বাজেটে স্বস্তি না শঙ্কা? এলআইসির বা কী ভবিষ্যত? কী বলছে আমজনতা? দেখুন
এছাড়াও দিল্লির শাহিনবাগের প্রতিবাদ নিয়েও সরব হন যোগী৷ তিনি দাবি করেন যে এভাবে লাগাতার শাহিনবাগে প্রতিবাদ চলছে তাতে দিল্লির ট্রাফিকে সমস্যা হচ্ছে, নাজেহাল হচ্ছেন দিল্লিবাসী৷ এতে দিল্লির মানুষ কেজরিওয়ালের ওপর ভরসা হারাচ্ছেন এবং নিজের সমর্থনের জন্য পাক মদত নিতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীকে৷ এমনই অভিযোগ যোগী আদিত্যনাথের৷ যোগীর আরও অভিযোগ যে শাহিনবাগের বিক্ষোভকারীদের রোজ বিরিয়ানি খাওয়াচ্ছেন কেরজি, তাই তো তার হয়েই কথা বলছেন প্রতিবাদীরা৷ যারা জেএনইউ এবং জামিয়াতে দেশবিরোধী স্লোগান তুলেছিলেন তাদেরও বাঁচাচ্ছেন কেজরি, অভিযোগ যোগীর৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Yogi Adityanath