• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ‘অমিতাভ বচ্চনের পরীক্ষার অ্যাডমিট কার্ড’, দেখে আতঙ্কিত পড়ুয়া!

‘অমিতাভ বচ্চনের পরীক্ষার অ্যাডমিট কার্ড’, দেখে আতঙ্কিত পড়ুয়া!

ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷

ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷

 • Share this:

   #নয়াদিল্লি: হাতে খোদ বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের পরীক্ষার অ্যাডমিট কার্ড ৷ এক পাশে জ্বলজ্বল করছে বিগ-বি-এর তরুণ বয়সের হাসি মুখের ছবি ৷ এমন জিনিস হাতে পেয়ে আনন্দিত হওয়ার বদলে আতঙ্কিত উত্তরপ্রদেশের পড়ুয়া ৷ কারণ তাঁর নামে ইস্যু হওয়া অ্যাডমিট কার্ডটিতেই ছাপা হয়েছে অমিতাভ বচ্চনের ছবি ৷ ঘটনাটি ঘটেছে ডাঃ রাম মনোহর লোহিয়া অবোধ বিশ্ববিদ্যালয়ে ৷

  উত্তরপ্রদেশে ফৈজাবাদের এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত গোন্দার রবীন্দ্র সিং সমারোক মহাবিদ্যালয়ের পড়ুয়া অমিত দ্বিবেদী ৷ B.Ed-এর দ্বিতীয় বর্ষের পরীক্ষার অ্যাডমিট হাতে পেয়ে রীতিমতো হতভম্ব অমিত ৷ কার্ডে সমস্ত তথ্য তাঁর হলেও ছবিতে তাঁর বদলে জ্বলজ্বল করছে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মুখ ৷ পরীক্ষার আগে এমন কার্ড হাতে পেয়ে পরীক্ষাটাই হয়তো দেওয়া হবে না ভেবেছিলেন অমিত ৷ কিন্তু কলেজ কর্তৃপক্ষ তাঁকে পরীক্ষায় বসতে দেন ৷ এখন অমিতের আশঙ্কা যেনতেন প্রকারে পরীক্ষা দিতে পারলেও রেজাল্টেও হয়তো তাঁর বদলে থাকবে বিগ-বি-এর ছবি ৷

  admit-card-amitabh

  ডাঃ রাম মনোহর লোহিয়া অবোধ বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, টেকনিক্যাল কারণের জন্যই এমন অনিচ্ছাকৃত ভুলটি ঘটেছে ৷ তবে তাঁর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী নয় ৷ তারা উল্টে দায়ী করেছেন পড়ুয়াকেই ৷ তাদের দাবি, অমিত অনলাইনে পরীক্ষার আবেদনের সময়ে সঠিক ছবি দেননি না হলে যে সাইবার কাফে থেকে তিনি এই ফর্মপূরণের কাজটি করছিলেন সেখানেই কোনও ক্রুটি ঘটেছে ৷

  আরও পড়ুন 

  ‘মাছ ধরতে গেলে লাগে কন্ডোম’! নিরোধের এমন অভিনব ব্যবহার আগে জানতেন?

  যাই হোক না কেন, নতুন করে ২০১৮ সালে সত্তরোর্ধ্ব অমিতাভ বচ্চনের নামে বিএড-এর অ্যাডমিটের সঙ্গে ইস্যু হতে চলেছে বি,এড-এর রেজাল্টও ৷ তবে এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় পড়ুয়াদের বদলে কখনও সানি লিওন সহ বাকি বলিউড অভিনেত্রী মায় গরু ছাগলের ছবি দিয়েও ইস্যু হয়েছে পরীক্ষার অ্যাডমিট ৷

  First published: