#নয়াদিল্লি: জন্ম-পরিচিতি-সম্পত্তি ও ব্যাঙ্ক। এর আগে সমস্ত কিছুতেই আধারকার্ড বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সরকার। ভুয়ো পরিচয় রুখতে কোনও ব্যক্তির স্বতন্ত্র একটি নম্বর দেওয়া হয় কার্ডের মাধ্যমে। এই নম্বরকে একটি ব্যক্তির বার্থ সার্টিফিকেট, সম্পত্তি, ব্যাঙ্ক ডিটেলস বা অন্যান্য পরিচয়ের সঙ্গে যুক্ত করা বাধ্যতামূলক করা হয়। মোবাইল নম্বরের সঙ্গেও আধার নম্বর সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে ৷ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আধার নম্বর দেওয়ায় সমস্যাও বেড়েছ ৷
যদিও UIDAI -এর তরফে দাবি করা হয়েছে যে আধারের সমস্ত তথ্য সুর৭িত রয়েছে কিন্তু একাধিক ঘটনায় দেখা গিয়েছে যে আধার তথ্য পুরোপুরি সুরক্ষিত নয় ৷ যে কেউ মাত্র ৫০০ টাকার বদলে প্রায় ১০০ কোটি মানুষের আধারের তথ্য পেয়ে যাবেন হাতের মুঠোয় ৷ সম্প্রতি এমনই একটি চক্রের সন্ধান মিলেছে ৷ জানা গিয়েছে, এই চক্র পেটিএম-এর মাধ্যমে কাজ করে ৷ পেটিএম ব্যবহার করে এদের ৫০০ টাকা দিলেই আধারের সমস্ত তথ্য পাওয়া যাবে ৷
জানা গিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যাসেজ আসে যে ৫০০ টাকা দিলেই মিলবে আধার তথ্য ৷ একটি সংবাদমাধ্যমের সাংবাদিকের এরকম ম্যাসেজ আসাই তিনি পেটিএমের মাধ্যমে ৫০০ টাকা দেন ৷ এর ১০ মিনিটের মধ্যে তার কাছে একটি লগ ইন পাসওয়ার্ড আসে যেখান প্রায় ১০০ কোটি আধার কার্ডের তথ্য ছিল ৷