হোম /খবর /দেশ /
Unlock 1.0: নতুন গাইডলাইন নিয়ে সাধারণের মিম, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Unlock 1, Not Lockdown 5.0: নতুন গাইডলাইন নিয়ে সাধারণের মিম, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নতুন গাইডলাইন নিয়ে সাধারণের মিম

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ভারতে এখনই লকডাউন তোলাটা আত্মঘাতী হতে পারে। কড়া লকডাউনের পাশাপাশি প্রয়োজন কন্ট্রাক্ট ট্রেসিং। তা না হলে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকাই ভাল। আজ, ৩১মে শেষ হচ্ছে লকডাউন ৪। ঘটনাচক্রে শনিবারই লকডাউন থেকে বেরনোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। লকডাউন নয়, আনলক ১। অর্থাৎ লকডাউন থেকে ধাপে ধাপে লকডাউন মুক্তির দিকে এগিয়ে যাওয়া। শনিবার বিকেলে কেন্দ্রের নির্দেশিকা এল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তে দেশজুড়ে কন্টেইনমেন্ট জোনগুলিতে লকডাউন চললেও, জোনের বাইরে দেশের মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই কারণেই এবারের লকডাউনের নাম দেওয়া হয়েছে, ‘Unlock 1.0’‌। দেখে নেওয়া যাক, কন্টেইমেন্ট জোনের বাইরে ঠিক কী কী চালু করার অনুমতি ‌দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রথম ধাপ, যেটিকে Phase ।

নতুন নির্দেশিকা প্রকাশ হওয়ার পর অনেকেই ঠিক বুঝতে পারছেন না এমন লকডাউনের মানে কী? এটাকে কী  আর লকডাউন বলা যাবে? দেখে নিন কী ভাবে রিঅ্যাক্ট করলেন নেটিজেনরা

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Coronavirus, COVID-19, Lockdown, MHA Guidelines, Unlock 1