corona virus btn
corona virus btn
Loading

সন্ধের পর বিশ্ববিদ্যালয় চত্বরে নিষিদ্ধ মহিলারা! VC-এর নির্দেশিকায় বিতর্ক

সন্ধের পর বিশ্ববিদ্যালয় চত্বরে নিষিদ্ধ মহিলারা! VC-এর নির্দেশিকায় বিতর্ক

সন্ধের পর বিশ্ববিদ্যালয় চত্বরে নিষিদ্ধ মহিলারা! VC-এর নির্দেশিকায় বিতর্ক

  • Share this:

#লখনউ: সন্ধের পর বিশ্ববিদ্যালয়ে কাজ করতে বা পড়তে পারবেন না মহিলারা! ঘড়ির কাঁটা সন্ধে ৬টার ঘর ছুঁলেই বিশ্ববিদ্যালয় চত্বরে থাকতে পারবেন না কোনও মেয়েই ৷ শুধু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াই নয়, মহিলা কর্মীদের জন্যও এই নিয়ম জারি করল লখনৌয়ের বাবাসাহেব ভিমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয় ৷ ভিসি আর সি সবতির এই নির্দেশিকাকে কেন্দ্র করেই ছড়িয়েছে বিতর্ক ৷

বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসে রোজ প্রায় ৪৫ হাজার পড়ুয়া পড়তে আসেন ৷ তার মধ্যে প্রায় ২২০০ জনই মেয়ে ৷ এছাড়াও বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা, শিক্ষাকর্মী ও অফিস স্টাফ মিলিয়ে প্রায় ৩৬ জন মহিলা রয়েছেন ৷ গত সোমবার নির্দেশিকা জারি করে জানানো হয়, কোনও মেয়েই সন্ধে ৬টার পর আর বিশ্ববিদ্যালয়ে চত্বরে থাকতে পারবেন না ৷

এই নির্দেশিকার পিছনের কারণটি হল নারী সুরক্ষা ৷ ভাইস চ্যান্সেলার সবতি জানিয়েছেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয় চত্বরে ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর ঘটনার কারণেই এমন নির্দেশ জারি করেছে কর্তৃপক্ষ ৷ এরপর থেকে কোনও মহিলাকে ল্যাবে-অফিসে কাজ বা লাইব্রেরিতে পড়ার জন্য সন্ধের পরও বিশ্ববিদ্যালয়ে থাকতে হলে নিতে হবে উপাচার্যের অনুমতি ৷

এই নির্দেশিকা জারির পিছনে নারী সুরক্ষাকেই কারণ হিসেবে দেখানো হলেও এতে নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে শুরু হয়েছে বিতর্ক ৷ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষিকা-শিক্ষাকর্মী প্রত্যেকেই এই নির্দেশিকার বিরোধিতা করেছেন ৷

First published: July 6, 2017, 2:45 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर