#নয়াদিল্লি: ভারতে আসছেন মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প৷ মার্কিন ফার্সটলেডি বলে কথা! ভারতে সাজো সাজো রব৷ তাজমহল সাজছে৷ আহমেদাবাদ সাজছে৷ সাজছে সবরমতী গান্ধি আশ্রমও৷
ভারতের স্বাধীনতার পর থেকে ৬ মার্কিন ফার্স্টলেডি অন্তত একবার ভারত-দর্শন করেছেন৷ মেলানিয়া সপ্তম৷
তখন ভারত স্বাধীন হয়েছে বছর ১৫ হয়েছে৷ ৩৫তম মার্কিন প্রেসিডেন্ট তখন জন এফ কেনেডি৷ ১৯৬২ সালের মার্চে ভারতে আসেন জন এফ কেনেডির স্ত্রী জ্যাকলিন কেনেডি৷ প্রথম মার্কিন ফারস্টলেডি, যিনি ভারত-দর্শন করেন৷ জ্যাকলিনের পর অন্তত ৬ জন মার্কিন ফার্স্টলেডি ভারতে আসেন৷ জ্যাকলিন একাই এসেছিলেন৷ জন এফ কেনেডির সঙ্গে নয়৷ তাঁর সঙ্গে এসেছিলেন জ্যাকেলিনের বোন লি র্যাডজিউইল৷
৯ দিন কাটিয়েছিলেন ভারত-ভূমিতে৷ তাঁর ভারত সফরের একটি শর্টফিল্মও তৈরি হয়েছিল৷ তত্কালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ও প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তাঁকে স্বাগত জানিয়েছিলেন৷
তখন সোশ্যাল মিডিয়া ছিল না, সংবাদমাধ্যমেরও এত রমরমা ছিল না৷ তবুও মার্কিন ফার্স্টলেডিকে নিয়ে উচ্ছ্বাস উদ্দীপনায় ভাঁটা পড়েনি৷ এরপর ৪ জন মার্কিন ফার্স্টলেডি ভারতে এসেছেন স্বামীর সঙ্গেই৷ যেমন রোজালিন কার্টার৷ তিনিও সব ছেড়ে আগে তাজমহল দেখতে গিয়েছিলেন৷
২০১০ সালে একাই ভারত সফরে আসেন তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিচেল মিচেল ওবামা৷ তিনি ২০১৫ সালেও এসেছিলেন ভারতে৷ প্রথমবারের সফরে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং৷ দ্বিতীয়বারের সফরে নরেন্দ্র মোদি৷
হিলারি ক্লিন্টন এবং রোজালিন কার্টার ভারতে এসে ভারতীয় পোশাক প্রচুর নিয়ে গিয়েছেলেন সঙ্গে৷ হিলারি কলকাতায় মাদার হাউসেও ঘুরে গিয়েছেন৷
মেলানিয়া ট্রাম্প ৭ নম্বর মার্কিন ফার্স্টলেডি, যিনি ভারত সফরে আসছেন৷
Rohini Nair
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Donald Trump, Donald Trump in India, Melania Trump in India, Trump India Tour