#নয়াদিল্লি: বিয়ে বাড়ির মরশুম শুরু হয়ে গেছে এই মাসেই। চলবে এখন প্রায় মার্চ মাস পর্যন্ত। এই সময় অনেকেরই বিয়েবাড়িতে আমন্ত্রণ থাকে। বন্ধু হোক বা সহকর্মী, পরিচিত হোক বা পাড়ার দাদা, গিফট দেওয়া নিয়ে চিন্তায় পড়ে যান প্রায় সকলেই। কার কী পছন্দ, কাকে কী দেওয়া যাবে, তার উপরে রয়েছে বাজেটের ব্যাপারটাও। বর্তমানে একাধিক সংস্থা গয়না, জামা-কাপড় বা অন্যান্য গ্রসারি জিনিসের গিফট ভাউচার চালু করেছে। যা গিফট হিসেবে দেওয়া যেতে পারে। অনেকেই আবার নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের গিফট ভাউচার দেন।
এতক্ষণ যে যে গিফটের নাম উঠে এল তা হয় খুব পরিচিত, নয় বন্ধুকে দেওয়া যেতে পারে। আর বাকিদের জন্য?
যেহেতু এই পুরো বিয়ের সিজনটাই শীতকালে, তাই সে কথা মাথায় রেখে অনেক উপহার দেওয়া যায়।
১. শীতের পোশাক
সোয়েটার, জ্যাকেট, শাল বা পঞ্চুর মতো ট্রেন্ডি কিছু দেওয়া যেতে পারে। শালের চুড়িদার পিস বা সোয়েটার ড্রেসও মন্দ নয়। যাঁকে এগুলো উপহার হিসেবে দেওয়া হবে তাঁদের যেমন ভালো লাগবে, তেমন প্রয়োজনেও লাগবে।
২. কফি মগ সেট
শীতে গরম গরম কফি কার না ভালো লাগে? তার উপরেসেটা যদি দারুণ কোনও কাপে খাওয়া হয়, তা হলে তো আমেজটাই পালটে যায়। বিয়ে হচ্ছে, উপহার হিসেবে তাই দেওয়া যেতে কাস্টমাইজড কাপ সেট বা কোনও ভালো ব্র্যান্ডের কাপ সেট।
৩. ব্ল্যাঙ্কেটস
নতুন বিয়ে, শীতে দম্পতির মধ্যে উষ্ণতা বাড়াতে উপহার দেওয়া যেতেই পারে কম্বল বা কমফর্ট ব্ল্যাঙ্কেটস।
৪. ড্রাই ফ্রুটস
যে কোনও অনুষ্ঠানেই মিষ্টিমুখ করা শুভ। তাই বন্ধু হোক বা পাড়ার দাদা, ড্রাই ফ্রুটস কিন্তু উপহারের শোভা আরও বাড়িয়ে দেবে। তাতে যাঁদের উপহার দেওয়া হচ্ছে, তাঁরাও ভালো থাকবেন।
৫. মোমবাতি সেট
শীতে ঘরে রোম্যান্টিক ওয়েদার বানাতে মোমবাতি দেওয়া যেতেই পারে বন্ধুকে।
৬. ময়েশ্চারাইজার সেট
শীতে ত্বক আর্দ্রতা হারাতে শুরু করে, তাই ময়েশ্চারাইজার অত্যন্ত জরুরি। তাই পরিচিতকে তার জরুরি জিনিস দিয়ে খুশি করা যেতে পারে। বাজারে বা অনলাইনে বিভিন্ন ধরনের, বিভিন্ন বাজেটের ময়েশ্চারাইজার সেট পাওয়া যায়। যা বর-কনে উভয়েরই কাজে লাগতে পারে।