#নয়াদিল্লি: করোনার থাবা ফের গেরুয়া শিবিরে ৷ কোভিড ১৯-এ আক্রান্ত এবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ মহিলা ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী এদিন রিপোর্ট হাতে পাওয়ার পরই ট্যুইট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন ৷
ট্যুইটে স্মৃতি ইরানি সম্প্রতি যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাদের প্রত্যেককে কোভিড টেস্ট করিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন ৷ তিনি লেখেন, ‘এরকম খুব কম সময়ই হয়, যখন কোনও কথা বলার জন্য আমার কাছে শব্দ কম পড়ে যায়৷ তাই সরাসরিই জানাচ্ছি- আমি কোভিড পজিটিভ ৷ যত তাড়াতাড়ি সম্ভব সম্প্রতি আমার সংস্পর্শে যারা এসেছেন তারা টেস্ট করিয়ে নিন ৷’
It is rare for me to search for words while making an announcement; hence here’s me keeping it simple — I’ve tested positive for #COVID and would request those who came in contact with me to get themselves tested at the earliest 🙏
— Smriti Z Irani (@smritiirani) October 28, 2020
সূত্রের খবর, টেস্ট রিপোর্ট পাওয়ার পর থেকেই আইসোলেশনে রয়েছেন স্মৃতি ইরানি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Smriti Irani