#নয়াদিল্লি: নতুন খবর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। জানালেন, তিনি গ্রিন হাইড্রোজেন চালিত গাড়ি কিনেছেন। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? মন্ত্রী জানিয়েছেন, আবর্জনা থেকে উৎপন্ন গ্রিন হাইড্রোজেন দিয়ে গাড়ি চালিয়ে গোটা দেশকে বার্তা দিতে চান তিনি। আর্থিক অন্তর্ভুক্তি সংক্রান্ত ষষ্ঠ জাতীয় শীর্ষ সম্মেলনে ভাষণে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী বলেন, তিনি গ্রিন হাইড্রোজেন চালিত এই গাড়ি রাজধানী দিল্লির রাস্তায় চালাবেন। তার একমাত্র কারণ, মানুষ যাতে বিশ্বাস করেন জল থেকেও হাইড্রোজেন পাওয়া সম্ভব।
লাগবে না তেল, জল থেকেই পাওয়া যাবে গাড়ি চালানোর রসদ- মন্ত্রীর এই বক্তব্য রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। দেশবাসীকে দুষণ মুক্ত পরিবেশের বার্তা দিতে গিয়ে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী জানান, আবর্জনা থেকে উৎপন্ন গ্রিন হাইড্রোজেন (green hydrogen) দিয়ে গাড়ি চালাতে চান তিনি। তাঁর কথায়, '' গ্রিন হাইড্রোজেন চালিত গাড়ি দিল্লির রাস্তায় চালিয়ে মানুষকে দেখিয়ে দেব, জল থেকে হাইড্রোজেন পাওয়া একেবারেই অসম্ভব কিছু নয়।''
আরও পড়ুন: এক চার্জে চলবে ১০০ কিলোমিটার, নাম মাত্র দামে এল সাইকেল, তাহলে আর স্কুটার কিনবেন কেন?
কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রীর কথায়, ''৭ বছর আগের কথা। নাগপুরে নর্দমার জল থেকে প্রকল্প শুরু হয়েছিল। তা মহারাষ্ট্র সরকারের পাওয়ার প্লান্টে বিক্রি করা হচ্ছে। আর তা থেকে বছরে প্রায় ৩২৫ কোটি টাকা আয় করা হচ্ছে। অর্থাৎ কোন কিছুই ফেলে দেওয়ার নয়। আপনার নেতৃত্ব এবং প্রযুক্তির উপরই পুরো বিষয়টি নির্ভর করছে। আমরাও যাতে বর্জ্য বা সৌর শক্তি থেকে সস্তায় বিদ্যুৎ উৎপাদন অর্থাৎ গ্রিন হাইড্রোজেন উৎপাদন করতে পারি, সেই কারণেই প্রশিক্ষণ প্রয়োজন। আর তা হয়ে গেলেই চালানো যাবে বাস, ট্রাক এবং গাড়িও। এটা অবাস্তব একেবারেই নয়।''
আরও পড়ুন: অল্টো আর আগের মতো নেই! 'মধ্যবিত্তের চারচাকা' এখন রূপ বদলে পরম সুন্দরী
এরপরই কেন্দ্রীয় মন্ত্রী নিজের এই ধরনের গাড়ি কেনার প্রসঙ্গ আনেন। বলেন, ''আমি একটি গ্রিন হাইড্রোজেন গাড়ি কিনেছি। দেশের রাজধানী দিল্লিতে আমি তা চালিয়ে দেখাব। মানুষকে দেখিয়ে দেব জল থেকে হাইড্রোজেন পাওয়া একেবারেই অসম্ভব কিছু নয়। এই ভাবনা আমাদের আত্মস্থ করতে হবে। শহরগুলির নিকাশী জল এবং আবর্জনা ব্যবহার করেই জ্বালানী তৈরি করে, গ্রিন হাইড্রোজেন ব্যবহার করে আমরা সমস্ত যানবাহন চালানোর পরিকল্পনা করেছি।''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Car, Nitin Gadkari