Home /News /national /
ভাইরাল ভিডিওতে BSF জওয়ানের অভিযোগ শুনে তদন্তের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, ভিডিও ডিলিট করতে পাল্টা চাপ

ভাইরাল ভিডিওতে BSF জওয়ানের অভিযোগ শুনে তদন্তের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, ভিডিও ডিলিট করতে পাল্টা চাপ

এক টুকরো পোড়া রুটি আর হলুদ-নুন গোলা ডালের জল ৷ এটাই নাকি সীমান্তে প্রহরারত ভারতীয় সেনাদের খাবার ৷ BSF জওয়ান তেজ বাহাদুরের এই ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #শ্রীনগর: এক টুকরো পোড়া রুটি আর হলুদ-নুন গোলা ডালের জল ৷ এটাই নাকি সীমান্তে প্রহরারত ভারতীয় সেনাদের খাবার ৷ BSF জওয়ান তেজ বাহাদুরের এই ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷ সেই ঝড়ের আঁচ পৌঁছেছে স্বরাষ্ট্র দফতরেও ৷ বিএসএফ জওয়ানের এই ভিডিও দেখে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ একইসঙ্গে অভিযোগ ভিডিওটি মুছে দেওয়ার জন্য BSF জওয়ান তেজ বাহাদুরের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে ৷

  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন ট্যুইট করে জানান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে বিএসএফ জওয়ান যে অভিযোগ করেছেন, তার সত্যতা জানতে বিএসএফ-এর কাছ থেকে দ্রুত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে ৷ একইসঙ্গে তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে ৷

  সংবাদ সংস্থা সিএনএন নিউজ ১৮ সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংয়ের এই নির্দেশের পর কনেস্টবল তেজ বাহাদুর যাদবের উপর ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দেওয়ার জন্য চাপ দেওয়া হয় ৷ শত চাপের মুখেও নতি স্বীকার করতে নারাজ এই প্রতিবাদী জওয়ান ৷ স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ভিডিও তিনি কোনওভাবেই ডিলিট করবেন না ৷ সঠিক তদন্তেই উঠে আসবে আসল সত্য ৷

  বলিউড অভিনেতা রণদীপ হুডা সম্প্রতি তাঁর ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন ৷ যেখানে ভারতীয় সেনার এক জওয়ান তেজ বাহাদুর অভিযোগ করেছেন, জম্মু-কাশ্মীরে সীমান্তে কর্তব্যরত জওয়ানরা অধিকাংশ সময়ই উপবাসে থাকেন ৷ কারণ- তাদের পর্যাপ্ত খাবার থাকা সত্ত্বেও খেতে দেওয়া হয় না ৷ সরকার আমাদের সুবিধার জন্য সরঞ্জাম দেয় ৷ খাওয়ার ব্যবস্থাও করে ৷ কিন্তু সেই সব জিনিস আমাদের হাত আসেই না ৷ উচ্চ আধিকারিকরা নিজেরাই সব খাবার খেয়ে নেন ৷ আর অন্যান্য জিনিসপত্রগুলো বাজারে বিক্রি করে দেন ৷

  ভিডিওতে জওয়ান আরও বললেন, প্রাতরাশ হিসেবে জওয়ানরা পান একটা শুকনো পোড়া রুটি ৷ সঙ্গে তরকারি বা আচার কিছু থাকে না ৷ জলের মত বিস্বাদ একটা চায়ে ভিজিয়ে রুটিটা খেতে হয় ৷ দুপুরেও বরাদ্দ একটি পোড়া রুটি ও নুন হলুদ দিয়ে সেদ্ধ ডালের জল ৷

  জওয়ানের কথায়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রার্থনা করছি ৷ আমাদের এই দুঃখ, কষ্টের দিকে একটু নজর দিন ৷ তাঁর কাছে আমাদের কষ্টের ছবি তুলে ধরার জন্যই এই ভিডিওটা আপলোড করলেন ৷ তবে তেজ বাহাদুর এই একটা ভিডিওই নয় ৷ আপলোড করেছেন আরও দুটি ভিডিও ৷ যেখানে দেখানো হয়েছে সীমান্তে থাকা ভারতীয় সেনাদের রোজকার জীবন ৷

  ভিডিওতে তেজ বাহাদুর বলেছেন, দেশের জন্য প্রাণ দিই আমরা ৷ গরম, শীত, বরফ উপেক্ষা করে দেশকে রক্ষা করি ৷ ঝড়ের মধ্যে লড়ে যাই ৷ দেশের জন্য শহিদ হয়ে যাই ৷ দেশের মানুষ যাতে শান্তির নিদ্রা নিতে পারেন আমরা জেগে থাকি ৷ কিন্তু এত কিছু ঘটে যায়, সংবাদ মাধ্যমে আমাদের দুর্দশা তুলে ধরেন না ৷ অনেক সময় আমরা এই সব কাজ পেটে খিদে নিয়েই করি ৷ সব কষ্ট সহ্য করে যাই ৷

  First published:

  Tags: BSF Jawan Tej Bahadur, BSF Jawan Video, Rajnath Singh, Union Minister Rajnath Singh

  পরবর্তী খবর