#শ্রীনগর: এক টুকরো পোড়া রুটি আর হলুদ-নুন গোলা ডালের জল ৷ এটাই নাকি সীমান্তে প্রহরারত ভারতীয় সেনাদের খাবার ৷ BSF জওয়ান তেজ বাহাদুরের এই ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷ সেই ঝড়ের আঁচ পৌঁছেছে স্বরাষ্ট্র দফতরেও ৷ বিএসএফ জওয়ানের এই ভিডিও দেখে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ একইসঙ্গে অভিযোগ ভিডিওটি মুছে দেওয়ার জন্য BSF জওয়ান তেজ বাহাদুরের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন ট্যুইট করে জানান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে বিএসএফ জওয়ান যে অভিযোগ করেছেন, তার সত্যতা জানতে বিএসএফ-এর কাছ থেকে দ্রুত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে ৷ একইসঙ্গে তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে ৷
সংবাদ সংস্থা সিএনএন নিউজ ১৮ সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংয়ের এই নির্দেশের পর কনেস্টবল তেজ বাহাদুর যাদবের উপর ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দেওয়ার জন্য চাপ দেওয়া হয় ৷ শত চাপের মুখেও নতি স্বীকার করতে নারাজ এই প্রতিবাদী জওয়ান ৷ স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ভিডিও তিনি কোনওভাবেই ডিলিট করবেন না ৷ সঠিক তদন্তেই উঠে আসবে আসল সত্য ৷
বলিউড অভিনেতা রণদীপ হুডা সম্প্রতি তাঁর ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন ৷ যেখানে ভারতীয় সেনার এক জওয়ান তেজ বাহাদুর অভিযোগ করেছেন, জম্মু-কাশ্মীরে সীমান্তে কর্তব্যরত জওয়ানরা অধিকাংশ সময়ই উপবাসে থাকেন ৷ কারণ- তাদের পর্যাপ্ত খাবার থাকা সত্ত্বেও খেতে দেওয়া হয় না ৷ সরকার আমাদের সুবিধার জন্য সরঞ্জাম দেয় ৷ খাওয়ার ব্যবস্থাও করে ৷ কিন্তু সেই সব জিনিস আমাদের হাত আসেই না ৷ উচ্চ আধিকারিকরা নিজেরাই সব খাবার খেয়ে নেন ৷ আর অন্যান্য জিনিসপত্রগুলো বাজারে বিক্রি করে দেন ৷
I have seen a video regarding a BSF jawan's plight. I have asked the HS to immediately seek a report from the BSF & take appropriate action.
— Rajnath Singh (@rajnathsingh) January 9, 2017
ভিডিওতে জওয়ান আরও বললেন, প্রাতরাশ হিসেবে জওয়ানরা পান একটা শুকনো পোড়া রুটি ৷ সঙ্গে তরকারি বা আচার কিছু থাকে না ৷ জলের মত বিস্বাদ একটা চায়ে ভিজিয়ে রুটিটা খেতে হয় ৷ দুপুরেও বরাদ্দ একটি পোড়া রুটি ও নুন হলুদ দিয়ে সেদ্ধ ডালের জল ৷
জওয়ানের কথায়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রার্থনা করছি ৷ আমাদের এই দুঃখ, কষ্টের দিকে একটু নজর দিন ৷ তাঁর কাছে আমাদের কষ্টের ছবি তুলে ধরার জন্যই এই ভিডিওটা আপলোড করলেন ৷ তবে তেজ বাহাদুর এই একটা ভিডিওই নয় ৷ আপলোড করেছেন আরও দুটি ভিডিও ৷ যেখানে দেখানো হয়েছে সীমান্তে থাকা ভারতীয় সেনাদের রোজকার জীবন ৷
ভিডিওতে তেজ বাহাদুর বলেছেন, দেশের জন্য প্রাণ দিই আমরা ৷ গরম, শীত, বরফ উপেক্ষা করে দেশকে রক্ষা করি ৷ ঝড়ের মধ্যে লড়ে যাই ৷ দেশের জন্য শহিদ হয়ে যাই ৷ দেশের মানুষ যাতে শান্তির নিদ্রা নিতে পারেন আমরা জেগে থাকি ৷ কিন্তু এত কিছু ঘটে যায়, সংবাদ মাধ্যমে আমাদের দুর্দশা তুলে ধরেন না ৷ অনেক সময় আমরা এই সব কাজ পেটে খিদে নিয়েই করি ৷ সব কষ্ট সহ্য করে যাই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BSF Jawan Tej Bahadur, BSF Jawan Video, Rajnath Singh, Union Minister Rajnath Singh