হোম /খবর /দেশ /
'৩০-এর মধ্যে ২৬ পাকা!' বাংলায় ২০০ আসন নিয়ে 'নিশ্চিত' অমিত শাহ

Amit Shah: '৩০-এর মধ্যে ২৬ পাকা!' বাংলায় ২০০ আসন নিয়ে 'নিশ্চিত' অমিত শাহ

বাংলা জয় নিশ্চিত, দাবি শাহের

বাংলা জয় নিশ্চিত, দাবি শাহের

রবিবার নয়াদিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করলেন, 'প্রথম দফায় বাংলায় যে ৩০ আসনে ভোট হয়েছে, তাতে আমরা গ্রাউন্ড লেভেল থেকে যে খবর পাচ্ছি, তাতে ২৬ আসন আমরা পাবই।'

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: সম্পন্ন হয়েছে বাংলার প্রথম দফার ৩০ আসনের ভোট। ইতিমধ্যেই প্রথম দফার ভোটকে গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ ভোট বলে অভিহিত করেছেন বিজেপির এ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। আর রবিবার নয়াদিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করলেন, 'প্রথম দফায় বাংলায় যে ৩০ আসনে ভোট হয়েছে, তাতে আমরা গ্রাউন্ড লেভেল থেকে যে খবর পাচ্ছি, তাতে ২৬ আসন আমরা পাবই।'

কৈলাসের গতকালের সুরে সুর মিলিয়েই অমিত শাহ বলেন, 'বাংলায় এ বার শান্ত ভোট হয়েছে। এটা আগামী দিনের জন্য খুব ভালো খবর। ভোটের পরে আমি রাজ্য ও জেলার নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। সেই সূত্রেই আমাদের জয় নিশ্চিত। পরের দফাগুলিতেও এই ভাবে ভোট হলে আমরা ২০০-র বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসছি।' নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিয়ে হাসতে হাসতে শাহ বলেন, 'বোমা-গুলি মৃত্যু ছাড়া হয়েছে প্রথম দফার নির্বাচন।' তৃণমূল অবশ্য বারবার বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবহারের অভিযোগ তুলেছে। সেই প্রসঙ্গে অমিত শাহ বলেন, 'বুথে কোনও গোলমাল হয়নি, এতেই তৃণমূলের সমস্যা হয়েছে। নির্বাচন কমিশনের উপর কোনও চাপ তৈরি করেনি বিজেপি। দুই বিজেপি নেতার ফোন ট্যাপ করা হয়েছে, কেমন গণতন্ত্র চলছে বাংলায়?'
বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে চলেছে বাংলায়, তা কতটা বাস্তবায়িত হওয়া সম্ভব, ইতিমধ্যেই তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও সেই প্রসঙ্গে আগেও বিজেপি শাসিত রাজ্যগুলির প্রসঙ্গ টেনে এনেছিলেন শাহ। এদিনও তার অন্যথা হয়নি। অসমের প্রথম দফা ভোট ও সেখানকার উন্নয়নের প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা কী করতে পারি, তা অসমে দেখুন। মহিলাদের, যুবকদের কত উন্নয়ন হয়েছে দেখুন। বিজেপিই পারবে সোনার বাংলা গড়তে।'যদিও অমিত শাহের সাংবাদিক বৈঠকের পরই তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ট্যুইট করে কটাক্ষ করেন। লেখেন, 'মোদি-শাহদের এই মনঃস্তাত্ত্বিক খেলা চলবে না। আসন নিয়ে আপনার এই অনুমান গুজরাতের জিমখানায় দেখান। এটা বাংলা। খেলা হবে।'
Published by:Suman Biswas
First published:

Tags: Amit Shah, Bengal BJP, West Bengal Assembly Election 2021, West Bengal Election 2021