corona virus btn
corona virus btn
Loading

দেশের আর্থিক অবস্থা ফেরাতে আজ কয়েকটি বড় ঘোষণা করতে পারেন নির্মলা

দেশের আর্থিক অবস্থা ফেরাতে আজ কয়েকটি বড় ঘোষণা করতে পারেন নির্মলা
নির্মলা সীতারামন

ন্যাশনাল মিডিয়া সেন্টারে আজ সাংবাদিক সম্মেলন করবেন সীতারামন৷ সংবাদ সংস্থা পিআইপি সূত্রে খবর, অটোমোবাইল, ব্যাঙ্কিং, এনবিএফসি, আবাসন-সহ একাধিক সেক্টরের জন্য বড় ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷

  • Share this:

#নয়াদিল্লি: দেশের আর্থিক বৃদ্ধির হার কমা ও মন্দার আবহে এ বার ঘুরে দাঁড়াতে মরিয়া কেন্দ্রীয় সরকার৷ বৃদ্ধির হারের এই করুণ অবস্থায় কিছু কড়া আর্থিক সংস্কারের পরিকল্পনা করতে পারে মোদি সরকার৷ আজ অর্থাত্‍ শনিবারই বেশি কিছু আর্থিক সংস্কারমূলক পদক্ষেপের কথা ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷

ন্যাশনাল মিডিয়া সেন্টারে আজ সাংবাদিক সম্মেলন করবেন সীতারামন৷ সংবাদ সংস্থা পিআইপি সূত্রে খবর, অটোমোবাইল, ব্যাঙ্কিং, এনবিএফসি, আবাসন-সহ একাধিক সেক্টরের জন্য বড় ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷

এই মুহূর্তে মোদি সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দেশের আর্থিক পরিস্থিতি৷ গাড়ি, সিমেন্ট, কয়লা-সহ একাধিক শিল্পে মন্দার খবর৷ গাড়ি শিল্পে ইতিমধ্যেই প্রচুর কর্মী ছাঁটাই হয়েছে৷ আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা তালিকায় থাকতে পারে, জিএসটি রিফান্ড, ব্যাঙ্কগুলিকে আর্থিক সহায়তা, গাড়ি শিল্পকে চাঙ্গা করার মতো একাধিক পদক্ষেপ৷ একই সঙ্গে শেয়ার বাজারের স্থিতি মজবুত করার জন্য ফরেন পোর্টফোলিও ইনভেস্টারদের সারচার্জ তুলে নিতে পারে৷

দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে বিরোধীরা একজোট হয়ে মোদি সরকারের সমালোচনায় মুখর৷ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও আর্থিক ব্যবস্থা মজবুত করার জন্য কেন্দ্রকে ৫টি দাওয়াই দিয়েছেন৷ একই সঙ্গে আর্থিক অবস্থার এই পরিণতির জন্য নোটবন্দি-সহ মোদি সরকারের বেশ কয়েকটি পদক্ষেপকেই দুষেছেন তিনি৷

আরও ভিডিও: সোজাসাপটা: ৩৭০ এর শাক দিয়ে আর্থিক মন্দার মাছ ঢাকছে বিজেপি, দেখুন ভিডিও

First published: September 14, 2019, 9:02 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर